সাতবাহন রাজবংশের
রাজা
কৃষ্ণের
মৃত্যুর
পর সাতকর্ণী সিংহাসন লাভ করেন। অনেকের মতে তাঁর পিতা ছিলেন
সাতবাহন রাজবংশের
প্রতিষ্ঠাতা
সিমুক। আবার অনেকের মতে
তিনি ছিলেন
সিমুক ভাই রাজা
কৃষ্ণের সন্তান।
সাতকর্ণীর আম্ভীয় বংশীয় দেবী নাগনিকা বা নায়নিকাকে বিবাহ করে প্রথম রানির মর্যাদা দেন। এই রানির নানঘাট শিলালিপি থেকে সাতকর্ণীর কৃতিত্বের বিষয় জানা যায়।
এছাড়া হাতিগুম্ফা লিপিতে তাঁর বিষয়ে জানা যায়। সিংহাসন লাভের পর তিনি নর্মদা
উপত্যাকা, বিদর্ভ, পশ্চিম মালব জয় করেছিলেন। এ সকল জয়ের মধ্য দিয়ে তিনি 'দক্ষিণাপথপতি'
ও 'অপ্রতিহত চক্র' উপাধি ধারণ করেছিলেন।
খ্রিষ্টীয় প্রথম শতাব্দীতে তিনি তাঁর এই বিশাল অংশের অধিপতি হন। তাঁর রাজ্যের
রাজধানী ছিল প্রতিষ্ঠান পুর।
তাঁর মৃত্যুকাল সম্পর্কে জানা যায়। তাঁর মৃত্যুর পর রানি নায়নিকা তাঁর নাবালক দুই
পুত্র বেদশ্রী ও শক্তিশ্রীর পক্ষে রাজত্ব করেন। তাঁর রাণি নায়নিকা এবং এবং তাঁর দুই
পুত্রের শাসনকাল বা কোনো কৃতিত্বের কথা বিশেষ জানা যায় না।