শহীদ কাদরী
(১৯৪২-২০১৬ খ্রিষ্টাব্দ)

বাংলা ভাষায় পঞ্চাশ উত্তর বাংলা কবিতায় আধুনিক মনন ও জীবনবোধ সৃষ্টিতে যে কজন উল্লেখযোগ্য কবির নাম পাওয়া যায়, শহীদ কাদরী তাঁদের একজন। তিনি মোট চারটি কাব্যগ্রন্থ রচনা করেন। এই চারটি গ্রন্থে মোট ১২২টি কবিতা স্থান পেয়েছে। এরপর 'কালি ও কলম' পত্রিকায় আরও চারটি কবিতা প্রকাশিত হয়। ফলে তাঁর প্রকাশিত কবিতার সংখ্যা দাঁড়ায় ১২৬টি।

১৯৪২ খ্রিষ্টাব্দের ১৪ই আগষ্ট কলকাতার পার্ক সার্কাস-এ জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব কেটেছে কলকাতা শহরে।
১৯৫২ খ্রিষ্টাব্দে তিনি ঢাকা চলে আসেন।
১৯৫৩ খ্রিষ্টাব্দে 'পরিক্রমা' নামে প্রথম কবিতা রচনা করেন।
১৯৬৭ খ্রিষ্টাব্দে তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'উত্তরাধিকার' প্রকাশিত হয়।
১৯৭১ খ্রিষ্টাব্দে নাজমুন নেসা পিয়ারীকে বিবাহ করেন।
১৯৭৩ খ্রিষ্টাব্দে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
১৯৭৪ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় 'তোমাকে অভিবাদন, প্রিয়তমা'।
১৯৭৮ খ্রিষ্টাব্দে তিনি লণ্ডনে চলে যান। এই বছরেই তাঁর রচিত তৃতীয় কাব্যগ্রন্থ 'কোথাও কোনো ক্রন্দন নেই' প্রকাশিত হয়।
১৯৮৪ খ্রিষ্টাব্দে তিনি জার্মানির বার্লিন শহরে বসবাস শুরু করেন।
১৯৮৫ খ্রিষ্টাব্দে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। এখানে প্রথমে আমেরিকান মেয়ে দ্রামার সাথে পরিচয় এবং পরে বিবাহ করেন। এরপর তিনি 'ইশরাত জাহান নীরা'কে বিবাহ করেন। মৃত্যু পর্যন্ত এই স্ত্রী তাঁর সঙ্গে ছিলেন।
২০০৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় চতুর্থ কাব্যগ্রন্থ 'আমার চুম্বনগুলো পৌঁছে দাও'।
২০১১ খ্রিষ্টাব্দে তিনি পান 'একুশে পদক'।

২০১৬ খ্রিষ্টাব্দের ২৮ আগষ্ট নিউ ইয়র্কের নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন।

পরিবার:

তাঁর প্রথম স্ত্রী নাজমুন্নেসা পিয়ারি থাকেন জার্মানিতে। দ্বিতীয় স্ত্রী আমেরিকান, নাম দ্রামা কাদরী (মৃত)।  তৃতীয় স্ত্রী নীরা কাদরী ছিলেন কবির নিত্য সঙ্গী। তাঁর একমাত্র পুত্র সন্তান আদনান কাদরী।