সৌমিত্র চট্টোপাধ্যায়
(১৯৩৫-২০২০)
মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।

১৯৩৫ খ্রিষ্টাব্দের ১৯শে জানুয়ারি ভারতর পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় জন্মগ্রহণ করেন। পিতার নাম মোহিত কুমার চট্টোপাধ্যায় এবং মায়ের নাম আশালতা চট্টোপাধ্যায়।

চট্টোপাধ্যায় পরিবারের আদি বাড়ি ছিল অধুনা বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহের কাছে কয়া গ্রামে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পিতামহ নদিয়া জেলার কৃষ্ণনগরে থাকতে শুরু করেন। সৌমিত্রর পিসিমা তারা দেবীর সঙ্গে 'স্যার' আশুতোষ মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র কলকাতা হাইকোর্টের জাস্টিস রমাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিবাহ হয়েছিল। সৌমিত্রের পিতা মোহিত কুমার চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টে আইনজীবী ছিলেন।

সৌমিত্র পঞ্চম শ্রেণি কৃষ্ণনগরের সেন্ট জন্স বিদ্যালয়ে লেখপড়া করেন। মোহিত কুমার চট্টোপাধ্যায় বাসস্থান পরিবর্তন কর কৃষ্ণনগর থেকে হাওড়াতে চলে এলে আসেন। এই সময় সৌমিত্র হাওড়া জিলা স্কুল ভর্তি হন। এবং এখান থেকে ম্যট্রিক পাশ করেন। এরপর কলকাতা বিশ্বিদ্যালয়ের অধীনে কলকাতার সিটি কলেজ থেকে স্নাতক (সম্মান) শ্রেণীতে পাশ করেন। এরপর কলকাতা বিশ্বিদ্যালয় থেকে বাংলায় এমএ পাশ করেন।

তারপর পিতৃদেবের চাকরি বদলের কারণে সৌমিত্রর বিদ্যালয়ও বদল হতে থাকে এবং উনি বিদ্যালয়ের পড়াশোনা শেষ করেন হাওড়া জিলা স্কুল থেকে। তারপর কলকাতার সিটি কলেজ থেকে প্রথমে আইএসসি এবং পরে বিএ অনার্স (বাংলা) পাস করার পর পোস্ট গ্র্যাজুয়েট কলেজ অফ আর্টস-এ দু-বছর পড়াশোনা করেন।

১৯৫৯ খ্রিষ্টাব্দের মুক্তিপ্রাপ্ত অপুর সংসার-এর অপু

১৯৫৬ খ্রিষ্টাব্দে সত্যজিৎ রায় যখন ‘অপরাজিত’-র জন্য নতুন মুখের সন্ধান করছেন, তখনই প্রথম সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয় এই বিশ্ববরেণ্য পরিচালকের। তখন বছর ২০ বয়স অভিনেতার, সদ্য কলেজ পাশ করেছেন। সৌমিত্রকে দেখে অপু হিসেবে পছন্দও হয়ে গিয়েছিল সত্যজিৎ রায়ের কিন্তু তিনি শেষ পর্যন্ত সৌমিত্রের কাস্টিং নাকচ করে দিয়েছিলেন। মূলত সত্যজিৎ রায় ‘অপরাজিত’-র অপু চরিত্রে তিনি আরও কম বয়সী কাউকে চেয়েছিলেন। তার ১৯৫৮ খ্রিষ্টাব্দে সত্যজিৎ রায় যখন ‘জলসাঘর’-এর শুটিংয়ে ব্যস্ত, সেই সময় ওই ছবির শুটিংয়ে একদিন পরিচালকের সঙ্গে দেখা করতে যান সৌমিত্র চট্টোপাধ্যায়। শুটিংয়ের মাঝ সত্যজিৎ অভিনেতা ছবি বিশ্বাসের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের আলাপ করিয়ে দিয়ে বলেন– ”এ হল সৌমিত্র। আমার পরের ছবি  অপুর সংসার-এ অপু চরিত্রে অভিনয় করছে।”

অপুর সংসার, মুক্তি পেয়েছিল ১৯৫৯ খ্রিষ্টাব্দের ১লা মে। এই ছায়াছবি থেকেই চলচ্চিত্র অভিনেতা হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপরের ছবি ছিল সত্যজিৎ রায়-এর পরিচালিতদেবী। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬০ খ্রিষ্টাব্দের ১৯শে ফেব্রুয়ারি। এই বছরেই মুক্তি পেয়েছিল তপন সিংহের পরিচালিত 'ক্ষুধিত পাষাণ'। এই বছরে তিনি বিবাহ করেন। স্ত্রীর নাম দীপা চট্টোপাধ্যায়।

 ১৯৬১ খ্রিষ্টাব্দ থেকে তিনি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও ব্যস্ত নায়ক হয়ে উঠেছিলেন। ধীরে ধীরে বাংলা চলচ্চিত্রের তিনি অপর নায়ক উত্তম কুমারের সমতুল্য পর্যায়ে উঠে আসেন। যদিও এই দুই নায়কের মধ্যে কোনো পেশাগত দ্বন্দ্ব ছিল না। কিন্তু এঁদের ভক্তদের মধ্যে এই নিয়ে বাকবিতণ্ডার অন্ত্য ছিল না।

সত্যজিৎ রায়-এর পরিচালিত গোয়েন্দা গল্পের ফেলুদা চরিত্রে অভিনয় করে অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছিলেন। সৌমিত্র চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি আবৃত্তিতে জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁর অভিনীত এবং নির্দেশিত নাটক সমান জনপ্রিয়তা পেয়েছিলেন।

২০২০ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বের মাসে করোনা ভাইরাসে (কোভিড ১৯)আক্রান্ত হয়ে বেলভিউয় হাসপাতেলে ভর্তি হন। তিনি একটা সময়ে ক্যানসারেও আক্রান্ত হয়েছিলেন। সেই অসুস্থতা স্বভাবতই ছিল । এই অবস্থায় করোনা আক্রমণে তিনি আরও দুর্বল হয়ে পড়েন। ফলে অবস্থার উন্নতি-অবনতির মধ্যে তিনি বন্দী হয়ে পড়েন। চিকিৎসরা প্লাজমা থেরাপি, শ্বাসনালিতে অস্ত্রোপচার-সহ নানাধরনের চেষ্টা করেন। অবশেষে ২০২০ খ্রিষ্টাব্দের ১৫ নভেম্বর রবিবার দুপুর সওয়া ১২টায় মৃত্যুবরণ করেন।

পুরস্কার

স্ত্রী: দীপা চট্টোপাধ্যায়
পুত্র: সৌগত চট্টোপাধ্যায়
কন্যা: পৌলমী চট্টোপাধ্যায় (বসু)

সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনীত চলচ্চিত্রের তালিকা

  1. অপুর সংসার (১৯৫৯)। পরিচালক: সত্যজিৎ রায়। চরিত্র: অ্পূর্ব রায়
  2. দেবী (১৯৬০)। পরিচালক: সত্যজিৎ রায়। চরিত্র: উমাপ্রসাদ
  3. ক্ষুধিত পাষাণ (১৯৬০)। পরিচালক: তপন সিংহ।
  4. তিনকন্যা (সমাপ্তি, ১৯৬১)। পরিচালক: সত্যজিৎ রায়।  চরিত্র: অমূল্য
  5. ঝিন্দের বন্দী (১৯৬১)। পরিচালক: তপন সিংহ। চরিত্র। ময়ূরবাহন
  6. পুনশ্চ (১৯৬১)। পরিচালক: মৃণাল সেন
  7. বেনারসী (১৯৬২)। পরিচালক: অরূপ গুহঠাকুর্তা।
  8. অভিযান (১৯৬২)। পরিচালক: সত্যজিৎ রায়।  চরিত্র: নরসিংহ
  9. অতল জলের আহ্বান (১৯৬২)। পরিচালক: অজয় কর।  চরিত্র: জয়ন্ত চৌধুরী
  10. আগুন (১৯৬২)। পরিচালক: অসিত সেন। 
  11. সাত পাকে বাঁধা (১৯৬৩)। পরিচালক: অজয় কর।  চরিত্র: সুখেন্দু
  12. বর্ণালী (১৯৬৩)। পরিচালক: অজয় কর।  চরিত্র: ড. অশেষ
  13. চারুলতা (১৯৬৪)। পরিচালক: সত্যজিৎ রায়।  চরিত্র: অমল
  14. কিনু গোয়ালার গলি (১৯৬৪)। পরিচালক: ও. সি, গাঙ্গুলি। 
  15. প্রতিনিধি (১৯৬৪)। পরিচালক: মৃণাল সেন
  16. এক টুকু বাসা (১৯৬৫)। পরিচালক: তরুণ মজুমদার
  17. কাপুরুষ (১৯৬৫)। পরিচালক: সত্যজিৎ রায়।  চরিত্র: অমিতাভ রায়
  18. কাঁচ কাটা হিরে (১৯৬৫)। পরিচালক: অজয় কর।
  19. আকাশ কুসুম (১৯৬৫)।  পরিচালক: মৃণাল সেন।  চরিত্র: অজয় সরকার
  20. মণিহার (১৯৬৬)।  পরিচালক: সলীল সেন।  চরিত্র: অজয় সরকার
  21. জোড়াদীঘির চৌধুরী পরিবার (১৯৬৬)।  পরিচালক: অজিত লাহিড়ি।  চরিত্র: অজয় সরকার
  22. হঠাৎ দেখা (১৯৬৭)।  পরিচালক: নিত্যানন্দ দত্ত। 
  23. প্রস্তর স্বাক্ষর (১৯৬৭)।  পরিচালক: সলীল দত্ত।  চরিত্র: বিনু
  24. মহাশ্বেতা (১৯৬৭)।  পরিচালক: পিণাকীভূষণ মুখোপাধ্যায়।  চরিত্র: সতীনাথ
  25. বাঘিনী (১৯৬৮)।  পরিচালক: বিজয় বসু।
  26. অজানা শপথ (১৯৬৮)।  পরিচালক: সলীল সেন। 
  27. অপরাচিতা (১৯৬৯)।  পরিচালক: সলীল দত্ত।  চরিত্র: সুজিত
  28. তিন ভুবনের পারে (১৯৬৯)।  পরিচালক: আশুতোষ বন্দ্যোপাধ্যায়।  চরিত্র: সুবীর/মন্টু
  29. প্রথম কদম ফুল (১৯৬৯)।  পরিচালক: ইন্দ্র সেন।  চরিত্র: সুকান্ত বসু
  30. পরিণীতা (১৯৬৯)। পরিচালক: অজয় কর।  চরিত্র: শেখর
  31. অরণ্যের দিন রাত্রি (১৯৭০)। পরিচালক: সত্যজিৎ রায়।  চরিত্র: অসীম
  32. আলেয়ার আলো (১৯৭০)। পরিচালক: মঙ্গল চক্রবর্তী।
  33. পদ্মগোলাপ (১৯৭০)। পরিচালক: অজিত লাহিড়ী।
  34. বাক্স-বদল (১৯৭০)। পরিচালক: নিত্যানন্দ দত্ত। চরিত্র: প্রতুল বন্দ্যোপাধ্যায়
  35. সংসার (১৯৭১)। পরিচালক: সলীল সেন।
  36. মাল্যদান (১৯৭১)। পরিচালক: অজয় কর।
  37. খুঁজে বেড়াই (১৯৭১)। পরিচালক: সলীল দত্ত। চরিত্র: শঙ্কর বন্দ্যোপাধ্যায়
  38. স্ত্রী (১৯৭২)। পরিচালক: সলীল দত্ত। চরিত্র: সত্যপতি
  39. অপর্ণা (১৯৭২)। পরিচালক: সলীল সেন। চরিত্র: বারীন
  40. বসন্ত বিলাপ (১৯৭৩)। পরিচালক: দিনেন গুপ্ত।
  41. নতুন দিনের আলো (১৯৭৩)। পরিচালক: অজিত গাঙ্গুলী
  42. অশনি সংকেত (১৯৭৩)। পরিচালক: সত্যজিৎ রায়।  চরিত্র: গঙ্গাচরণ চক্রবর্তী
  43. অগ্নিভ্রমর (১৯৭৩)। পরিচালক: অজিত গাঙ্গুলী
  44. নিশিকন্যা (১৯৭৩)। পরিচালক: আশুতোষ বন্দ্যোপাধ্যায়
  45. যদি জানতেম (১৯৭৪)। পরিচালক: তরুণ মজুমদার। চরিত্র: কৌশিক
  46. সঙ্গিনী (১৯৭৪)। পরিচালক: দিনেন গুপ্ত। চরিত্র: কৌশিক
  47. অসতী (১৯৭৪)। পরিচালক: সলীল দত্ত।
  48. সোনারকেল্লা (১৯৭৪)। পরিচালক: সত্যজিৎ রায়।  চরিত্র: প্রদোষ মিত্র (ফেলুদা)
  49. ছুটির ফাঁদে (১৯৭৫)। পরিচালক: সলীল সেন। 
  50. সংসার সীমান্তে (১৯৭৫)। পরিচালক: তরুণ মজুমদার। 
  51. নিশিমৃগয়া (১৯৭৫)। পরিচালক: দিনেন গুপ্ত। 
  52. সুদূর নীহারিকা (১৯৭৬)। পরিচালক: সুশীল মুখোপাধ্যায়
  53. দত্তা (১৯৭৬)। পরিচালক: অজয় কর
  54. সুদূর নীহারিকা (১৯৭৬)। পরিচালক: সুশীল মুখোপাধ্যায়
  55. বাবু মশাই (১৯৭৭)। পরিচালক: সলীল দত্ত
  56. মন্ত্রমুগ্ধ (১৯৭৭)। পরিচালক: অরবিন্দ মুখোপাধ্যায়
  57. প্রতিমা (১৯৭৭)। পরিচালক: পলাশ বন্দ্যোপাধ্যায়
  58. প্রণয় পাশা (১৯৭৮)। পরিচালক: মঙ্গল চক্রবর্তী
  59. নদী থেকে সাগর (১৯৭৮)। পরিচালক: অরবিন্দ মুখোপাধ্যায়
  60. জয় বাবা ফেলুনাথ (১৯৭৯)। পরিচালক: সত্যজিৎ রায়।  চরিত্র: প্রদোষ মিত্র (ফেলুদা)
  61. দেবদাস (১৯৭৯)। পরিচালক: দীলিপ রায়
  62. গণদেবতা (১৯৭৯)। পরিচালক: তরুণ মজুমদার
  63. নৌকাডুবি (১৯৭৯)। পরিচালক: অজয় কর
  64. পঙ্খিরাজ (১৯৮০)। পরিচালক: পিযুষ বসু
  65. ঘরের বাইরে ঘর (১৯৮০)। পরিচালক: সলীল দত্ত
  66. হীরক রাজার দেশে (১৯৮০)। পরিচালক: সত্যজিৎ রায়।  চরিত্র: পণ্ডিত মশাই
  67. খেলার পুতুল (১৯৮১)। পরিচালক: তরুণ মজুমদার
  68. প্রতিশোধ (১৯৮১)। পরিচালক: সুখেন দাস
  69. ন্যায় অন্যায়(১৯৮১)। পরিচালক: সুখেন দাস
  70. ফাদার (১৯৮১)। পরিচালক: দীলিপ মুখোপাধ্যায়
  71. প্রেয়সী (১৯৮২)। পরিচালক: শ্রীকান্ত গুহঠাকুর্তা
  72. মতির স্বর্গ (১৯৮২)। পরিচালক: বিজয় বসু
  73. বিজয়িনী (১৯৮২)। পরিচালক: পলাশ বন্দ্যোপাধ্যায়
  74. চেনা অচেনা (১৯৮৩)। পরিচালক: পিণাকী চৌধুরী
  75. অমর গীতি (১৯৮৩)। পরিচালক: তরুণ মজুমদার
  76. বিজয়িনী (১৯৮২)। পরিচালক: পলাশ বন্দ্যোপাধ্যায়
  77. ইন্দিরা (১৯৮৩)। পরিচালক: দিনেন গুপ্ত
  78. বসুন্ধরা (১৯৮৩)। পরিচালক: শেখর চট্টোপাধ্যায়
  79. অগ্রদানী (১৯৮৩)। পরিচালক: পলাশ বন্দ্যোপাধ্যায়
  80. ঘরে বাইরে (১৯৮৪)। পরিচালক: সত্যজিৎ রায়।  চরিত্র: সন্দীপ মুখোপাধ্যায়
  81. সীমন্তরাগ (১৯৮৪)। পরিচালক: প্রদীপ ভট্টাচার্য
  82. লাল গোলাপ (১৯৮৪)। পরিচালক: জহর বিশ্বাস
  83. কোনি (১৯৮৪)। পরিচালক: সরোজ দে
  84. বৈকুণ্ঠের উইল (১৯৮৫)। পরিচালক: সুশীল মুখোপাধ্যায়
  85. টগরী (১৯৮৫)। পরিচালক: অজিত গঙ্গোপাধ্যায়
  86. সন্ধ্যা প্রদীপ (১৯৮৫)। পরিচালক: অঞ্জন মুখোপাধ্যায়
  87. আতঙ্ক (১৯৮৬)। পরিচালক: তপন সিংহ
  88. উর্বশী (১৯৮৬)। পরিচালক: সলীল দত্ত
  89. শ্যাম সাহেব (১৯৮৬)। পরিচালক: সলীল দত্ত
  90. বসুন্ধরা (১৯৮৬)। পরিচালক: শেখর চট্টোপাধ্যায়
  91. আগুন (১৯৮৮)। পরিচালক: ভিক্টর বন্দ্যোপাধ্যয়
  92. দেবীবরণ (১৯৮৮)। পরিচালক: শ্রীকান্ত গুহঠাকুর্তা
  93. একটি জীবন (১৯৮৮)। পরিচালক: রাজা মিত্র
  94. লা নুইট বেঙ্গলি (১৯৮৮)। পরিচালক: নিকোলাস ক্লোজ
  95. আগমন (১৯৮৮)। পরিচালক: তরুণ মজুমদার
  96. প্রতীক (১৯৮৮)। পরিচালক: প্রভাত রায়
  97. অগ্নি সঙ্কেত (১৯৮৮)। পরিচালক: অরূপ দত্ত
  98. আগুন (১৯৮৮)। পরিচালক: ভিক্টর বন্দ্যোপাধ্যায়
  99. গণশত্রু (১৯৮৯)। পরিচালক: সত্যজিৎ রায়।  চরিত্র: ডাঃ অশোক গুপ্ত
  100.  অমর শপথ (১৯৮৯)। পরিচালক: প্রভাত রায় 
  101. মর্যাদা (১৯৮৯)। পরিচালক: চিরঞ্জীত
  102. আপন আমার আপন (১৯৯০)। পরিচালক: তরুণ মজুমদার
  103.  শাখা-প্রশাখা (১৯৯০)। পরিচালক: সত্যজিৎ রায়।  চরিত্র: প্রশান্ত
  104. মানসী (১৯৯০)। পরিচালক: অঞ্জন মুখোপাধ্যায়। 
  105. হারানের নাত জামাই (১৯৯০)। পরিচালক: প্রণব চৌধুরী। 
  106. চেতনা (১৯৯০)। পরিচালক: দেব সিংহ
  107. অভাগিনী (১৯৯১)। পরিচালক: বাবলু সমদ্দার
  108. এক পয়সা বৃষ্টি (১৯৯১)। পরিচালক: নীতিশ রায়
  109.  সিঁদুর (১৯৯১)। পরিচালক: আনন্দম
  110. পথ ও প্রসাদ (১৯৯১)। পরিচালক: তরুণ মজুমদার
  111. রক্তলেখা (১৯৯২)। পরিচালক: রাম মুখোপাধ্যায়
  112. মহাপৃথিবী (১৯৯২)। পরিচালক: মৃণাল সেন
  113. তাহাদের কথা (১৯৯২)। পরিচালক: বুদ্ধদেব দাসগুপ্ত
  114.  মণি কাঞ্চন (১৯৯২)। পরিচালক: অসীম বন্দ্যোপাধ্যায়
  115. গোলাকধাম রহস্য (১৯৯২)। পরিচালক: বিভাস চক্রবর্তী
  116. অধিকার (১৯৯২)। পরিচালক: খোকন চক্রবর্তী
  117. মন মানে না (১৯৯৩)। পরিচালক: ইন্দর সেন
  118. ঘর সংসার (১৯৯৩)। পরিচালক: প্রশান্ত নন্দ, প্রসেনজিৎ রায়
  119. প্রজাপতি (১৯৯৩)। পরিচালক: বিপ্লব চট্টোপাধ্যায়
  120. উত্তরণ (১৯৯৪)। পরিচালক: অসীম বন্দ্যোপাধ্যায়
  121. হুইল চেয়ার (১৯৯৪)। পরিচালক: তপন সিংহ
  122. স্বপন (১৯৯৪)। পরিচালক: অজয় বন্দ্যোপাধ্যায়
  123. সর্বজয়া (১৯৯৪)। পরিচালক: সুকান্ত রায়
  124. গজমুক্তা (১৯৯৪)। পরিচালক: অজিত লাহিড়ী
  125. মশাল (১৯৯৫)। পরিচালক: শঙ্কর রায়
  126. মেজো বৌ (১৯৯৫)। পরিচালক: বাবলু সমদ্দার
  127. শেষ প্রতীক্ষা (১৯৯৫)। পরিচালক: শচীন অধিকার
  128.  কাকাবাবু হেরে গেলেন (১৯৯৫)। পরিচালক: পিণাকী চৌধুরী
  129. কুমারী মা (১৯৯৬)। পরিচালক: দুলাল ভৌমিক
  130. বৃন্দাবন ফিল্ম স্টুডিও (১৯৯৬)। পরিচালক: ল্যাম্ব্রার্টিনি ল্যাম্বার্টিনি
  131. মহান (১৯৯৬)। পরিচালক: হরনাথ চক্রবর্তী
  132. লাঠি (১৯৯৬)। পরিচালক: প্রভাত রায়
  133. সপ্তমী (১৯৯৭)। পরিচালক: পল্লব ঘোষ
  134. বহুরূপা (১৯৯৭)। পরিচালক: ড.এস. সুলতানিয়া
  135. কাল রাত্রি (১৯৯৭)। পরিচালক: উজ্জ্বল চট্টোপাধ্যায়
  136. চন্দ্রগ্রহণ (১৯৯৭)। পরিচালক: অঞ্জন বন্দ্যোপাধ্যায়
  137. আত্মীয় স্বজন (১৯৯৮)। পরিচালক: রাজা সেন
  138. রণক্ষেত্রে(১৯৯৮)। পরিচালক: হরনাথ চক্রবর্তী
  139. পুত্রবধূ (১৯৯৮)। পরিচালক: পল্লব ঘোষ
  140. ঘরের লক্ষ্মী (১৯৯৮)। পরিচালক: স্বপন সাহা
  141. চৌধুরী পরিবার (১৯৯৮)। পরিচালক: বাবু সমদ্দার
  142. বাবা কেনো চাকর (১৯৯৮)। পরিচালক: স্বপন সাহা
  143. অহঙ্কার (১৯৯৯)। পরিচালক: রাজা মিত্র
  144. অম্বর সেন অন্তর্ধান রহস্য (১৯৯৯)। পরিচালক: সন্দীপ রায়
  145. সত্যম শিবম সুন্দরম (১৯৯৯)। পরিচালক: স্বপন সাহা
  146. শত্রু মিত্র (১৯৯৯)। পরিচালক: নারায়ণ ঘোষ
  147. সন্তান যখন শত্রু (১৯৯৯)। পরিচালক: স্বপন সাহা
  148. নিয়তি (১৯৯৯)। পরিচালক: বাবলু সমদ্দার
  149. মধু মালতী(১৯৯৯)। পরিচালক: স্বপন সাহা
  150. কাঞ্চনমালা (১৯৯৯)। পরিচালক: স্বপন সাহা
  151. গরিবের সম্মান (১৯৯৯)। পরিচালক: স্বপন সাহা
  152. দায় দায়িত্ব (১৯৯৯)। পরিচালক: হরনাথ চক্রবর্তী
  153. অসুখ (১৯৯৯)। পরিচালক: ঋতুপর্ণ ঘোষ
  154. পারমিতার এক দিন (২০০০)। পরিচালক: অপর্ণা সেন
  155. সত্যি এই তো জীবন (২০০০)। পরিচালক: জ্যোতিপ্রকাশ রায়
  156. আপন হোলো পর (২০০০)। পরিচালক: রতন অধিকার
  157. সুদ আসল (২০০১)। পরিচালক: নারায়ণ ঘোষ
  158. হেমন্তের পাখি (২০০১)। পরিচালক: ঊর্মি চক্রবর্তী
  159. গুরু শিষ্যা (২০০১)। পরিচালক: স্বপন সাহা
  160. দুর্গা (২০০১)। পরিচালক: অরুণ কাবাসি
  161. দেখা(২০০১)। পরিচালক: গৌতম ঘোষ
  162. চুরিওয়ালা (২০০১)। পরিচালক: শাহ আলম কিরণ
  163. চুপি চুপি (২০০১)। পরিচালক: বসু চট্টোপাধ্যায়
  164. সাঁঝবাতির রূপকথারা (২০০১)। পরিচালক: অঞ্জন দাস
  165. মায়ের আদর (২০০২)। পরিচালক: সুখেন চক্রবর্তী
  166. দৈত্য (২০০২)। পরিচালক: বরুণ কাবাসি
  167. বর কনে (২০০২)। পরিচালক: বাবলু সমাদ্দার
  168. পাতালঘর (২০০৩)। পরিচালক: অভিজিৎ চৌধুরী
  169. আবার অরণ্যে (২০০৩)। পরিচালক: গৌতম ঘোষ
  170. ভালো থেকো (২০০৩)। পরিচালক: গৌতম হালদার
  171. দেবী পক্ষ (২০০৪)। পরিচালক: রাজা সেন
  172. অর্জুন আমার নাম (২০০৪)। পরিচালক: প্রবীর নন্দী
  173. নিশিযাপন (২০০৫)। পরিচালক: সন্দীপ রায়
  174. অসমাপ্ত (২০০৫)। পরিচালক: অতনু ঘোষ
  175. ১৫ পার্ক এ্যাভিন্যু (২০০৫)। পরিচালক: অপর্ণা সেন
  176. ক্রান্তিকাল (২০০৫)। পরিচালক: শেখর দাস
  177. দ্যা বোং কানেকশান (২০০৬)। পরিচালক: অঞ্জন দত্ত
  178. পদক্ষেপ (২০০৬)। পরিচালক: সুমন ঘোষ
  179. এম.এল.এ ফাটাকেষ্ট (২০০৬)। পরিচালক: স্বপন সাহা
  180. ফালতু (২০০৬)। পরিচালক: অঞ্জন দাস
  181. ভালোবাসার অনেক নাম (২০০৬)। পরিচালক: তরুণ মজুমদার
  182. অঙ্কুশ (২০০৬)। পরিচালক: অতনু ঘোষ
  183. মিনিস্টার ফাটাকেষ্ট (২০০৭)। পরিচালক: স্বপন সাহা
  184. কৃষ্ণকান্তের উইল (২০০৭)। পরিচালক: রাজা সেন
  185. দ্রোণাচার্য (২০০৭)।
  186. চাঁদের বাড়ি (২০০৭)। পরিচালক: তরুণ মজুমদার
  187. বালিগঞ্জ কোর্ট (২০০৭)। পরিচালক: পিণাকী চৌধুরী
  188. রাঙামটি [২০০৮]। পরিচালক: কনোজ দাস
  189.  তোমার জন্য [২০০৮] পরিচালক: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
  190.  আয়নাতে [২০০৮] পরিচালক: দুলাল দে
  191.  দশটা দশ [২০০৮] পরিচালক: অরিন পাল
  192.  ফ্রেন্ড [২০০৯] পরিচালক: শতাব্দী রায়
  193. কালবেলা [২০০৯] পরিচালক: গৌতম ঘোষ
  194.  কালের রাখাল [২০০৯] পরিচালক: শেখর দাস
  195. স্বার্থ [২০০৯] পরিচালক: সোমনাথ
  196. অংশুমানের ছবি [২০০৯] পরিচালক: অতনু ঘোষ
  197. যদি কাগজে লেখ নাম [২০০৯] পরিচালক: শিব প্রসাদ চক্রবর্তী
  198. দ্বন্দ্ব [২০০৯] পরিচালক: সুমন ঘোষ
  199. বোধিসত্ব [২০১০] পরিচালক: শান বন্দ্যোপাধ্যায়
  200. মন তোমায় চায় [২০১০] পরিচালক: প্রবীর কর
  201. বাঁশিওয়ালা [২০১০] পরিচালক: অঞ্জন দাস
  202. হিং টিং ছট [২০১০] পরিচালক: অনসূয়া রায়চৌধুরী
  203. বন্ধু তোমার [২০১০] পরিচালক: অরূপকুমার দে
  204. আরোহণ [২০১০] পরিচালক: পিণাকী চৌধুরী
  205. আমি আদু [২০১০] পরিচালক: সোমনাথ গুপ্ত
  206. সুগার বেবি [২০১১] পরিচালক: তৃষা রায়
  207. নোবেল চোর [২০১১] পরিচালক: সুমন ঘোষ
  208. The Forlorn [২০১১] পরিচালক: সপ্তস্ব বসু
  209. অপরাজিতা  তুমি [২০১২] পরিচালক: অনিরুদ্ধ রায় চৌধুরী
  210. হেমলক সোসাইটি [২০১২] পরিচালক: সৃজিত মুখোপাধ্যায়
  211. লাইফ ইন পার্ক স্ট্রিট [২০১২] পরিচালক: রাজ মুখোপাধ্যায়
  212. পাঁচ অধ্যায় [২০১২] পরিচালক: প্রতিম ডি গুপ্ত
  213. অস্ত্র [২০১২] পরিচালক: তথাগত ভট্টাচার্য
  214. শীর্ষেন্দুর ডাইরি [২০১২] পরিচালক: সুদীপ্তা দে
  215. এবং বিসর্জন[২০১২] পরিচালক: শঙখ ঘোষ
  216. মাচ মিষ্টি এবং মোর [২০১৩] পরিচালক: মৈনাক ভৌমিক
  217. শূন্য অঙ্ক: এ্যাক্ট জিরো [২০১৩] পরিচালক: গৌতম ঘোষ
  218. The Nowhere Son [২০১৩] পরিচালক: সান বন্দ্যোপাধ্যায়
  219. অলীক সুখ [২০১৩] পরিচালক: শিবপ্রসাদ  মুখোপাধ্যায়
  220. জুমেলি [২০১৩] পরিচালক: অনুমিতা দাসগুপ্ত
  221. রূপকথা নয় [২০১৩] পরিচালক: অতনু ঘোষ
  222. রূপে তোমায় ভোলাবো না [২০১৩] পরিচালক: রাজ মুখোপাধ্যায়
  223. অগ্নিসাক্ষী [২০১৩] পরিচালক: ?
  224. দূরবীন [২০১৪] পরিচালক: স্বাগতা চৌধুরী
  225. ছায়া মানুষ [২০১৪] পরিচালক: অরিন্দম দে
  226. আলো ছায়া [২০১৪] পরিচালক: অনুসূয়া সমন্ত
  227. পুনশ্চ [২০১৪] পরিচালক: সৌভিক মিত্র
  228. বৃত্ত [২০১৪] পরিচালক: সুরজিত ধর
  229. টুনির মা [২০১৪] পরিচালক: সন্দীপ সরকার
  230. বোধন [২০১৫] পরিচালক: অনুসূয়া বন্দ্যোপাধ্যায়
  231. হৃদয় হরণ [২০১৫] পরিচালক: মানব মুখোপাধ্যায়
  232. বেলাশেষে [২০১৫] পরিচালক: শিবপ্রসাদ মুখোপাধ্যায়
  233. রুম নম্বর ১০৩ [২০১৫] পরিচালক: অনিকেত চট্টোপাধ্যায়
  234. অহল্যা [২০১৫] পরিচালক: সুজয় ঘোষ
  235. আমার পৃথিবী [২০১৫] পরিচালক: পার্থসারথি জোয়ার্দার
  236. কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস [২০১৫] পরিচালক: অর্ণব ঘোষ
  237. ব্রিজ [২০১৫] পরিচালক: অমিত রঞ্জন বিশ্বাস
  238. পিস হ্যাভেন [২০১৬] পরিচালক: সুমন ঘোষ
  239. মহানায়ক [২০১৬] পরিচালক: সৈকত ভক্ত
  240. প্রাক্তন [২০১৬] পরিচালক: শিল্পপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়
  241. মানবপ্রেমী মহাপুরুষ [২০১৬] পরিচালক: রাজা সেন
  242. টেলেফোন [২০১৬] পরিচালক: শ্রী সুব্রত দে
  243. সাঙ্গবোরা [২০১৬] পরিচালক: বুলান ভট্টাচার্য
  244. নষ্টপুরুষ [২০১৬] পরিচালক: নির্মাল্য চক্রবর্তী, নারুগোপাল মণ্ডল
  245. ক্ল্যাপস্টিক [২০১৬] পরিচালক: বিশ্বনাথ চক্রবর্তী
  246. ৬১ নম্বর গড়পাড়ের লেন [২০১৭] পরিচালক: রাজেশ দত্ত, ঈপ্সিতা রায় সরকার
  247. পোস্তো [২০১৭] পরিচালক: শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়
  248. বাজে ছবি [২০১৬] পরিচালক: অনির্বাণ পারিয়া
  249. সিক্রেট লাভ স্টোরি [২০১৭] পরিচালক: নারুগোপাল মণ্ডল
  250. মেল্টিং মোমেন্ট [২০১৭] পরিচালক: অংশুমান চক্রবর্তী
  251. শেষ চিঠি [২০১৭] পরিচালক: তন্ময় রায়
  252. সমান্তরাল [২০১৭] পরিচালক: পার্থ চক্রবর্তী
  253. ময়ূরাক্ষী [২০১৭] পরিচালক: অতনু ঘোষ
  254. শূন্য থেকে শুরু [২০১৭] পরিচালক: তুতুল বন্দ্যোপাধ্যায়
  255. বক্সার থ্রি [২০১৮] পরিচালক: সঞ্চয় বর্ধন
  256. খুঁজে বেড়াই তারে [২০১৮] পরিচালক: তুষার মজুমদার
  257. সোনার পাহাড় [২০১৮] পরিচালক: পরমব্রত চট্টোপাধ্যায়
  258. মেয়্যে মানুষ [২০১৮] পরিচালক: রাজা বন্দ্যোপাধ্যায়
  259. অসতী [২০১৮] পরিচালক: সান্যাল বসু
  260. নির্ভয়া [২০১৮] পরিচালক: মিলন ভৌমিক
  261. মনোজদের অদ্ভুদ বাড়ি [২০১৮] পরিচালক: অনিন্দ্য চট্টোপাধ্যায়
  262. অবাক কাণ্ড [২০১৮] পরিচালক: সন্দীপ সরকার
  263. ফ্লাট নম্বর ৬০৯ [২০১৮] পরিচালক: অরিন্দম ভট্টাচার্য
  264. অন্তরসত্তা [২০১৮] পরিচালক: রিক চট্টোপাধ্যায়, বিহানসেন
  265. আমি রাজনীতি চাই না [২০১৮] পরিচালক: সীমান্ত চট্টোপাধ্যায়
  266. কুসুমিতার গপ্পো [২০১৯] পরিচালক: হৃষিকেশ
  267. কলকাতায় কোহিনুর [২০১৯] পরিচালক: শান্তনু ঘোষ
  268. ভাঙ্গন [২০১৯] পরিচালক: সন্দীপ সরকার
  269. অঘটন [২০১৯] পরিচালক: সন্দীপ সরকার
  270. দ্বিখণ্ডিত [২০১৯] পরিচালক: নবারুণ সেন
  271. বসু পরিবার [২০১৯] পরিচালক: সুমন ঘোষ
  272. এ মন তোমাকে চাই [২০১৯] পরিচালক: সুমন মণ্ডল
  273. শেষের গল্প [২০১৯] পরিচালক: জীৎ চক্রবর্তী
  274. দশ মাস দশ দিনের গল্প [২০১৯] পরিচালক: সন্দীপ সরকার
  275. চার এ ৪২০ [২০১৯] পরিচালক: অতুল ইসলাম
  276. অন্দরকাহিনি: সেল্ফ-এক্সাইল [২০১৯] পরিচালক: অর্ণব কে মিদ্যা
  277. আড্ডা [২০১৯] পরিচালক: দেবায়ুস চৌধুরী
  278. বহমান [২০১৯] পরিচালক: অনুমিতা দাসগুপ্ত
  279. সাঁঝবাতি [২০১৯] পরিচালক: শৈবাল বন্দ্যোপাধ্যায়, লীনা চক্রবর্তী
  280. সোনার পাথর বাটি [২০১৯] পরিচালক: সন্দীপ সরকার
  281. বরুণবাবুর বন্ধু [২০২০] পরিচালক: অনিক দত্ত
  282. শ্রাবণের ধারা [২০২০] পরিচালক: অভিজিৎ গুহ
  283. নিম ফুল [২০২০] পরিচালক: অনির্বাণ পারিয়া
  284. বেলাশুরু [২০২০] পরিচালক: নন্দিতা রায়
  285. তুমি ও তুমি [২০২০] পরিচালক: অরুণিমা দে
  286. সখি এন উইটনেস [২০২০] পরিচালক: সুশান্ত সাহা
  287. বন্ধ [?] পরিচালক: অন্দিতা দাশগুপ্ত
  288. ভ্যালেন্টাইন ডে [২০২০] পরিচালক: দিপম কুণ্ডু, নারুগোপাল মণ্ডল
  289. তখন কুয়াসা ছিল [২০২০] পরিচালক: শৈবাল মিত্র
  290. হার স্টোরি [২০২০] পরিচালক: সুদীপ্তা দে
  291. ৭২ ঘন্টা [২০২০] পরিচালক: অতনু ঘোষ
  292. সমাপ্তি [২০২০] পরিচালক: শুভেন্দু দাস
  293. অবলম্বন [২০২১] পরিচালক: নারুগোপাল মণ্ডল
  294. আনকাট [অসমাপ্ত] পরিচালক: নারুগোপাল মণ্ডল
  295. তুই আমার [অসমাপ্ত] পরিচালক: তন্ময় রায়
  296. রক স্টার বিনি [অসমাপ্ত] পরিচালক: তন্ময় রায়
  297. স্বপ্ন সন্ধানী [অসমাপ্ত] পরিচালক: তন্ময় রায়
  298. কাকা ভাইপো [অসমাপ্ত] পরিচালক: তুতুল বন্দ্যোপাধ্যায়

টিভি সিরিজ

  1. সত্যজিতের গপ্পো (১৯৯৯-২০০০)
  2. জল নূপুর [২০১৩]
  3. বিরাট [২০১৫]