ঈদ্-উজ্-জোহা
কাজী নজরুল ইসলামের রচিত গীতি-আলেখ্য।
 
১৯৪১ খ্রিষ্টাব্দের ৯ জানুয়ারি (বৃহস্পতিবার ২৫ পৌষ ১৩৪৭), রাত ৮.০৫ মিনিট থেকে রাত ৮.৩৯ মিনিট পর্যন্ত, কলকাতা বেতার থেকে 'ঈদ্-উজ্-জোহা' নামক গীতি-আলেখ্য প্রচারিত হয়েছিল। [মূল পাণ্ডুলিপি]

বেতার জগতের ১২বর্ষ ১ম সংখ্যার অনুষ্ঠানসূচীতে [পৃষ্ঠা: ৪২] এই গীতি-আলেখ্য সম্পর্কে উল্লেখ ছিল- এই গীতি-আলেখ্যে মোট ৫টি গান ব্যবহৃত হয়েছিল। এর ভিতরে ৩টি গান পূর্বে প্রকাশিত হয়েছিল। এগুলো হলো-
  1. ঈদজ্জোহার তকবির শোন [তথ্য]
  2. ঈদ মোবারক হো [তথ্য]
  3. ছয় লতিফার ঊর্দ্ধে আমার [তথ্য]
  4. নাই হল মা বসন ভূষণ  [তথ্য]
  5. আমি হজে যেতে পাইনি ব'লে  [তথ্য]