জগৎঘটকের রচিত একটি গীতি-আলেখ্য।
এই গীতি-আলেখ্যটি কলকাতা বেতার থেকে ১৯৩৯ খ্রিষ্টাব্দের ২৯ আগষ্ট (মঙ্গলবার, ১২ ভাদ্র ১৩৪৬),
সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত প্রচারিত হয়েছিল। এটি রচনা করেছিলেন জগৎঘটক। পরিচালনা করেছিলেন সুরেন্দ্রনাথ সেন ও
মনোরঞ্জন সেন। সুরসংযোজনায় ছিলেন নিতাই ঘটক ও কালিদাস গঙ্গোপাধ্যায়। এর
সঙ্গীতানুষঙ্গে ছিলেন সুশীল সরকার, কমল বসু, সন্তোষ চন্দ্র, পঞ্চানন ভট্টাচার্য,
রণজিৎ গুহ ঠাকুরতা এবং অন্যান্য। এর বিভিন্ন চরিত্রে ছিলেন মায়াদেবী, রেবা সোম,
কল্পনা হাজরা, গীতা মিত্র, ইলা ঘোষ, মলিনা বসু, বেলা মুখোপাধ্যায়, রত্নমালা সেন,
চামেলী দাসগুপ্ত, সন্ধ্যা সেন এবং উমা অধিকারী।
এই
গীত-আলেখ্যে নজরুলের রচিত মোট ৬টি গান ব্যবহৃত হয়েছিল। গানগুলো হলো-১.গগনে কৃষ্ণ মেঘ দোলে
[তথ্য]
২. ঝুলনের এই মধু লগনে
[তথ্য]
৩. ঝুলনের হিন্দোলা দোলে
[তথ্য]
৪. দোলে বন-তমালের ঝুলনাতে
[তথ্য]
৫. বাদলা রাতে চাঁদ উঠেছে
[তথ্য]
৬. মন বনভবনে ঝুলন দোলনা
[তথ্য]