চিত্তনামা
কাজী নজরুল ইসলাম
 

কাজী নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থ। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ১৩৩২ বঙ্গাব্দের ২রা আষাঢ় (মঙ্গলবার, ১৬ জুন ১৯২৫) দার্জিলিঙে মৃত্যুবরণ করেন। চিত্তরঞ্জন দাসের মৃত্যুতে তিনি অত্যন্ত আঘাত পেয়েছিলেন। তাঁরই স্মরণে নজরুল গ্রন্থটি প্রকাশ করেছিলেন। গ্রন্থটি প্রকাশিত হয়েছিল ১৩৩২ বঙ্গাব্দের শ্রাবণ মাসে। গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছিলেন দীনেশরঞ্জন দাশ।

 গ্রন্থটি উৎসর্গ করেছিলেন- চিত্তরঞ্জন দাশের স্ত্রী বাসন্তী দেবীকে। উৎসর্গ পত্রে লিখেছিলেন-

উৎসর্গ
    মাতা বাসন্তী দেবীর
        শ্রীশ্রীচরণারবিন্দে