নজরুলসঙ্গীতের
ধর্মসঙ্গীত
উপপর্যায়: সনাতন হিন্দু ধর্ম।
সনাতন হিন্দুধর্মের সাথে সম্পর্কীত গানের
সাধারণ নাম হলো- সনাতন হিন্দু ধর্মের গান। এই ধরনের গানের প্রধান দুটি ধারা হলো-
বৈষ্ণব সঙ্গীত ও শাক্তসঙ্গীত
বৈষ্ণবসঙ্গীত:
-
বিষ্ণু বা রাধা-কৃষ্ণের সম্পর্কিত গান।
বিষয়ের বিচারে বৈষ্ণবসঙ্গীতে নানা ধরনের হতে পারে। যেমন-
- অবুঝ মোর আখিঁ-বারি [তথ্য]
- কুসুম সুকুমার শ্যামল তনু
[তথ্য]
[নমুনা]
- বঁধু ফিরে এসো, আজো প্রাণের [তথ্য]
- মুরালীধ্বনি শুনি ব্রজনারী [তথ্য]
হোরি/হোলি: ফাল্গুন
মাসের দোল-পূর্ণিমায় রাধা-কৃষ্ণের লীলা-ভিত্তিক দোল-যাত্রা উপলক্ষে রচিত
গান। যেমন-
- আজ মনে মনে লাগে হোরি[তথ্য]
- আরো কত দূর
- গুঞ্জা-মঞ্জরী মালা
- চির-আপনার তুমি হে হরি
- চাঁপা রঙের শাড়ি আমার যমুনা-নীর
- চুম্বক পাথর হায় লোহারে দেয় গালি
- দাসী হতে চাই না আমি।
- পথে পথে ফের সাথে
- প্রেমের প্রভু ফিরে এসো শিখাও আবার ক্ষমা
- বৃন্দাবনে এ কি বাঁশরি বাজে
- অনাদিকাল হতে অনন্তলোক গাহে [গান ৪০১] [তথ্য] [ভক্তি।
সাধারণ। বন্দনা]
- অবুঝ মোর আঁখি বারি মোর
[ভক্তিগীতি।
ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। বৈষ্ণবগান। ]
- আমারে সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও [ভক্তিগীতি।
ধর্মসঙ্গীত। ইসলামী গান। মোনাজাত]
- উদার অম্বর দরবারে তোরই [গান-১১৫৩] [তথ্য][ভক্তি।
সাধারণ। বন্দনা]
- এই দেহেরই রঙমহলায় খেলিছেন লীলা-বিহারী [ভক্তিগীতি। বাউল (দেহতত্ত্ব)]
- গুঞ্জা-মঞ্জরী মালা [ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের
গান। বৈষ্ণবগান]
- বাজাও প্রভু বাজাও ঘন বাজাও [তথ্য]
[ভক্তিগীতি। সাধারণ।
প্রার্থনা। স্বদেশ]
-
হরি ভক্তি কি নাইয়া [গান-৩১৭১]
[তথ্য][ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের
গান। বৈষ্ণবগান]
-
হে ব্রজকুমার শোনো শোনো মোর [গান-২১৫২]
[তথ্য]
[ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের
গান। বৈষ্ণবগান]
- হে ব্রজবল্লভ [গান-৩১৭৩]
[তথ্য]
[ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। বৈষ্ণবগান]
- হে মহামৌনী তব প্রশান্ত গম্ভীর বাণী [গান-৭৪৪]
[তথ্য]
[ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। সাধারণ]
- হে মহাশক্তি, তোমারে ফিরায়ে [গান-২১৫৩]
[তথ্য]
[ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। বৈষ্ণবগান]
- হে মাধব দেখা দিলে [গান-৩১৭৪]
[তথ্য]
[ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। বৈষ্ণবগান]
- হে মাধব,হে মাধব,হে মাধব [গান-৯০০]
[তথ্য]
[ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। বৈষ্ণবগান ]
- হে মায়াবী ব'লে যাও [গান-২১৫৫]
[তথ্য]
[ভক্তি। সাধারণ। অনুযোগ]
- হেলে দুলে চলে বন -মালা গলে [গান-২১৫৮]
[তথ্য]
[ইসলামী। প্রার্থনা। নিবেদন (নবী)]