রুদ্র-মঙ্গল
কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলামের রচিত একটি প্রবন্ধ সংকলন। এর প্রথম সংস্করণের প্রকাশকাল সম্পর্কে জানা যায় না। ধারণা করা হয়, জুলাই ১৯২৭ (১৬ আষাঢ়- ১৫ শ্রাবণ ১৩৩৪), এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। প্রিন্টারে নাম হিসেবে পাওয়া যায়- শ্রীঅমূল্যচন্দ্র ভট্টাচার্য, ভট্টাচার্য প্রিন্টিং ওয়ার্কস, ২ নিবেদিতা লেন, বাগবাজার। মূল্য আট আনা। পৃষ্ঠা সংখ্যা ৭৮।

গ্রন্থটিতে মোট ৮টি প্রবন্ধ স্থান পেয়েছিল। এগুলো হলো-

  1. রুদ্রমঙ্গল

    ধূমকেতু পত্রিকার সম্পাদকীয়। প্রথম বর্ষ।  তৃতীয় সংখ্যা [১লা ভাদ্র  ১৩২৯, শুক্রবার ১৮ আগষ্ট ১৯২২]

  2. আমার পথ
    ধূমকেতু পত্রিকার সম্পাদকীয়। শিরোনাম: ধূমকেতু'র পথ। প্রথম বর্ষ। প্রথম সংখ্যা [১১ আগষ্ট ১৯২২ (শুক্রবার, ২৬ শ্রাবণ ১৩২৯)।
  3. মোহর্‌রম
    ধূমকেতু পত্রিকার সম্পাদকীয়। প্রথমবর্ষ।  সপ্তম সংখ্যা [১২ ভাদ্র  ১৩২৯, মঙ্গলবার ২৯ আগষ্ট ১৯২২]
  4. বিষ-বাণী
    ধূমকেতু পত্রিকার সম্পাদকীয়। প্রথমবর্ষ। অষ্টম সংখ্যা [২৬ ভাদ্র ১৩২৯, মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ১৯২২]
  5. ক্ষুদিরামের মা
    ধূমকেতু পত্রিকার সম্পাদকীয়। প্রথম বর্ষ। দশম সংখ্যা [২ আশ্বিন ১৩২৯, মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ১৯২২]
  6. ধূমকেতুর' পথ
    ধূমকেতু পত্রিকার সম্পাদকীয়।  প্রথম বর্ষ। ত্রয়োদশ সংখ্যা [২৬ আশ্বিন ১৩২৯, শুক্রবার ১৩ অক্টোবর ১৯২২ ]
  7. মন্দির ও মসজিদ। গণবাণী পত্রিকার ভাদ্র ১৩৩৩ (বৃহস্পতিবার ২৬ অক্টোবর ১৯২ ]
  8. হিন্দু-মুসলমানএই প্রবন্ধের সাথে রচনাকাল ও স্থানের উল্লেখ আছে  'কৃষ্ণনগর ৯ আশ্বিন, ১৩৩৩ (রবিবার, ২৬ সেপ্টেম্বর ১৯২৬)।

তথ্যসূত্র