বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: উদার প্রাতে কে উদাসী এলে।  

রাগ: টোড়ি, তাল: আদ্ধা-কাওয়ালি

     
উদার প্রাতে কে উদাসী এলে।
       প্রশান্ত দীঘল নয়ন মেলে' ॥
       স্নিগ্ধ সকরুণ তোমার হাসি
       আঘাত করে যেন আমারে আসি',
পাষাণ সম তব মৌন মূরতি মোর বুকে বিষাদের ছায়া কেন ফেলে॥
       উন্মন ভিখারি গো বল মোর কাছে
       শূন্য হৃদয় তব কোন মন যাচে,
অশ্রু তুষার ঘন বিগ্রহ তব গলিয়া পড়িবে প্রেমে কার মালা পেলে॥