প্রহর-পরিচারিকা
কাজী নজরুল ইসলামের রচিত রাগ-ভিত্তিক গীতিচিত্র।

বেতার জগৎ-এর ১২শ বর্ষ ১৯শ সংখ্যার অনুষ্ঠান সূচীতে [পৃষ্ঠা: ১০৫৮] এই গীতি-চিত্রের সম্প্রপ্রচার সম্পর্কে উল্লেখ ছিল, তা হলো-
"প্রহর পরিচারিকা" গীতিচিত্র
সম্প্রচারকেন্দ্র: কলকাতা বেতারকেন্দ্র ক
প্রচার সময়: ১১ অক্টোবর ১৯৪১ (শনিবার ২৫ আশ্বিন। ১৩৪৮)।  তৃতীয় অধিবেশন। রাত ৭.৪৫-৮.২৯।
রচনা ও প্রযোজনা: কাজী নজরুল ইসলাম
সঙ্গীতানুষঙ্গ: যন্ত্রীসঙ্ঘ
রূপদান: বেতার শিল্পীবৃন্দ

সূত্র: বেতার জগৎ। ১২শ বর্ষ ১৯শ সংখ্যা। ১ অক্টোবর, ১৯৪১। পৃষ্ঠা: ১০৫৮

এই গীতি-আলেখ্যটি নজরুলের পূর্বে রচিত ' যাম-যোজনায় কড়ি মধ্যম' নামক গীতি-আলেখ্যের ভিন্নতর নাম। ১৯৪০ খ্রিষ্টাব্দের ২২শে জুন (শনিবার ৮ আষাঢ় ১৩৪৭), সন্ধ্যা ৬.৫৫ টায় ' যাম যোজনায় কড়ি মধ্যম ' বেতার থেকে প্রচারিত হয়েছিল। তাই 'প্রহর পারিচারকা'-তে ' যাম যোজনায় কড়ি মধ্যম '-য় ব্যবহৃত গানগুলোই ব্যবহার করা হয়েছিল। এই গানগুলো ছিল- প্রহর অনুসারে কাজী নজরুল ইসলাম যে গানগুলো লিখেছিলেন, তার তালিকা-