বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ত্রিভুবনবাসী যুগল মিলন দেখরে দেখ চেয়ে
ত্রিভুবনবাসী যুগল মিলন দেখরে দেখ চেয়ে
পাহাড়ি বাবার পাশে রাজদুলালী মেয়ে॥
দেবতা মোদের হর পরম মনোহর
হরমনোহারিণী তার চেয়ে সুন্দর
যেন জরে রূপের পাগল ঝোরা ধবল গিরি বেয়ে॥
বরফের পাহাড় ঘিরে ভোরের সোনার আলো
আছে থির হয়ে যেন দেখে চোখ জুড়াল;
চাঁদ যেন লো লতা হয়ে (আছে) চন্দ্রচূড়ে ছেয়ে॥