বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বিরূপ আঁখির কি রূপই তুই আঁকলি হৃদয় পটে
নাটিকা : ‘সতী’ (নাট্যকার : মন্মথ রায়)
বিরূপ আঁখির কি রূপই তুই আঁকলি হৃদয় পটে,
চাঁদের পাশে আগুন জ্বলে যাহার ললাট তটে॥
সে সোনার অঙ্গে ভস্ম মাখিয়ে
বেড়িয়ে বেড়ায় সাপ নাচিয়ে;
এই ভবঘুরে বেদে নিয়ে তোর কলঙ্ক না রটে॥
ঘটে ইহার বুদ্ধি হতে সিদ্ধি অনেক বেশি,
বিষ খেয়ে এর প্রশান্ত মুখ লীলা এ কোন্‌ দেশী,
আপনারে যে করে হেলা
তার সনে তোর একি খেলা,
তুই দেখলি কোথায় আত্মভোলা এই সে তরুণ নটে॥