বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
সন্ধ্যার আঁধার ঘনাইল মাগো
সন্ধ্যার আঁধার ঘনাইল মাগো তুমি ফিরিলে
না ঘরে।
শূন্য ভবনে ভয়ে মরি মা মন যে কেমন করে॥
তোমার বিরহে মা গভীর বিষাদে
শ্মশানে মশানে মহাকাল কাঁদে
সূযে তেজ নাই জ্যোতি নাই চাঁদে উঠিয়াছে হাহাকার
চরাচরে॥
ক্ষুধার অন্ন নাই শুধায় না কেহ –
উপবাসী চিত্ত চায় মার স্নেহ;
মাতৃহারা হয়ে বিশ্বের সন্তান ফিরে আয় ফিরে আয় ডাকে
কাতরে॥
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৮ এপ্রিল (বুধবার, ১৫ বৈশাখ ১৩৪৪),
মন্মথ রায়ের রচিত 'সতী' নাটক
নাট্যনিকেতন
নামক রঙ্গালয়ে মঞ্চস্থ হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর
১১ মাস।
- মঞ্চ নাটক: সতী (নাটক)। রচয়িতা
মন্মথ
রায় ।
[নাট্যনিকেতন।
১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৮ এপ্রিল (বুধবার, ১৫ বৈশাখ ১৩৪৪)। বিজয়ার গান। শিল্পী: দুর্গারাণী। সুর: নজরুল ইসলাম]