বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সন্ধ্যার আঁধার ঘনাইল মাগো
সন্ধ্যার আঁধার ঘনাইল মাগো তুমি ফিরিলে না ঘরে।
শূন্য ভবনে ভয়ে মরি মা মন যে কেমন করে॥
তোমার বিরহে মা গভীর বিষাদে
শ্মশানে মশানে মহাকাল কাঁদে
সূযে তেজ নাই জ্যোতি নাই চাঁদে উঠিয়াছে হাহাকার চরাচরে॥
ক্ষুধার অন্ন নাই শুধায় না কেহ –
উপবাসী চিত্ত চায় মার স্নেহ;
মাতৃহারা হয়ে বিশ্বের সন্তান ফিরে আয় ফিরে আয় ডাকে কাতরে॥