বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: যদি বুদ্ধির শ্রীবৃদ্ধি চাও সিদ্ধি খাও

            নাটক : ‘সতী’
যদি বুদ্ধির শ্রীবৃদ্ধি চাও সিদ্ধি খাও – সিদ্ধি খাও।
মোক্ষ মুক্তি ঋদ্ধি চাও, কিম্বা অষ্টসিদ্ধি চাও
সিদ্ধি খাও সিদ্ধি খাও॥
ওরে স্বর্গের অলম্তুষ – ওরে মর্ত্যের লেদ্ধডুম
শিব লোকে এই আসার ঘুষ মহাসিদ্ধির মহিমা গাও।
এই কৈলাসী ষাঁড়ের নাদ খেয়ে হও দাদা প্রেমোন্মাদ
পাইয়া ইষৎ এর প্রসাদ মৃত্যু বুড়োরে বগ দেখাও
বড়দিদি ইনি হন গঞ্জিকার।
খেলে ঘুচে যায় যত ভব বিকার
সব দুঃখ শোক হবে পগার পার –
ছটাক খানিক খেয়ে গলা ভিজাও॥