বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বাজো বাঁশরি বাজো বাঁশরি বাজো বাঁশরি বাজো
নাটক : ‘সতী’
বাজো বাঁশরি বাজো বাঁশরি বাজো বাঁশরি বাজো বাজো
বাজো।
আসে নন্দন নন্দনী আনন্দিনী সবে উৎসব সাজে সাজো॥
পুষ্প-মাল্য আনো, আনো হেম-ঝারি
মঙ্গল ঘটে আনো তীর্থবারি,
লাজ-অঞ্জলি ল’য়ে পুরাঙ্গনা, নগর ভবনে ভবনে বিরাজ্যে॥
হংস-মিথুন আঁকা নীলাম্বরী
পরি’ এসো তরুণী নাগরি কিশোরী,
চলো পথে পথে গাহি আগমনী, ঘরে আলসে বসিয়া কে আছিস্
আজো॥
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৮ এপ্রিল (বুধবার, ১৫ বৈশাখ ১৩৪৪),
মন্মথ রায়ের রচিত 'সতী
' নাটক
নাট্যনিকেতন
নামক রঙ্গালয়ে মঞ্চস্থ হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর
১১ মাস।
- মঞ্চ নাটক: সতী (নাটক)। রচয়িতা
মন্মথ
রায় ।
[নাট্যনিকেতন।
১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৮ এপ্রিল (বুধবার, ১৫ বৈশাখ ১৩৪৪)। চরিত্র: সখীদের গান। সুর: নজরুল ইসলাম]