বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: শ্রীকৃষ্ণ রূপের করো ধ্যান অনুক্ষণ
 
          রাগ: রাগেশ্রী, তাল: ত্রিতাল

শ্রীকৃষ্ণ রূপের করো ধ্যান অনুক্ষণ
হবে নিমেষে সংসার-কালীয় দমন॥
নব-জলধর শ্যাম
রূপ যাঁর অভিরাম
(যাঁর) আনন্দে ব্রজধাম লীলা নিকেতন॥
বিদ্যুৎ-বর্ণ পীতান্বরধারী,
বনমালা-বিভীষিত মধুবনচারী;
গোপ-সখা গোপী-বঁধু মনোহারী
নওল-কিশোর তনু মদনমোহন॥