বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কেমনে কহি প্রিয় কি ব্যথা প্রাণে বাজে
রাগ:
পিলু-খাম্বাজ, তাল:
কাহার্বা
কেমনে কহি প্রিয় কি ব্যথা প্রাণে বাজে
কহিতে গিয়ে কেন ফিরিয়া আসি লাজে॥
শরমে মরমে ম'রে
গেল বনফুল ঝ'রে
ভীরু মোর ভালোবাসা শুকালো মনের মাঝে॥
আজিকে ঝরার আগে,
নিলাজ অনুরাগে
ধরিতে যে সাধ জাগে হৃদয়ে হৃদয় রাজে॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
গানটি 'আলেয়া' গীতিনাট্যের ব্যবহৃত হয়েছিল।
উল্লেখ্য, কল্লোল পত্রিকার 'আষাঢ় ১৩৩৬' সংখ্যার 'সাহিত্য-সংবাদ' বিভাগে' এ বিষয়ে
একটি তথ্য পাওয়া যায়। তথ্যটি হলো-
'নজরুল ইসলাম একখানি অপেরা লিখেছেন।
প্রথমে তার নাম দিয়েছিলেন 'মরুতৃষ্ণা'। সম্প্রতি তার নাম বদলে 'আলেয়া' নামকরণ
হয়েছে। গীতি-নাট্যখানি সম্ভবত মনোমোহনে অভিনীত হবে। এতে গান আছে ত্রিশখানি। নাচে
গানে অপরূপ হয়েই আশা করি এ অপেরাখানি জনসাধারণের মন হরণ করবে।'
এই বিচারে ধারণা করা যায়, গানটি নজরুল রচনা করেছিলেন, ১৩৩৬ বঙ্গাব্দের
জ্যৈষ্ঠ-আষাঢ় (জুন ১৯২৯) মাসের দিকে। কিন্তু, গ্রন্থাকারে প্রকাশের সময়, আলেয়াতে এ গানটি
ব্যবহৃত হয় নি। জয়তী পত্রিকার কার্তিক-পৌষ
১৩৩৮ (অক্টোবর ১৯৩১-জানুয়ারি ১৯৩২) সংখ্যায় প্রকাশিত আলেয়ার
৬টি গানের মধ্যে এই গানটি ছিল। পত্রিকায় প্রকাশের
সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ৫ মাস।
- গ্রন্থ:
- বনগীতি।
- প্রথম সংস্করণ
[১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)] পিলু-খাম্বাজ-কার্ফা।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। পঞ্চম খণ্ড।
বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গান ১৫। পিলু-খাম্বাজ-কার্ফা।। পৃষ্ঠা ১৮৬।
- পত্রিকা:
জয়তী [কার্তিক-পৌষ ১৩৩৮ বঙ্গাব্দ]। 'আলেয়ার গান'- শিরোনামে
মুদ্রিত।
আলেয়া
নাটকে ব্যবহৃত হয় নি
- রেকর্ড: টুইন
[জানুয়ারি ১৯৩৩ (পৌষ-মাঘ ১৩৩৯)]।
এফটি ২৩৫৭। শিল্পী: বীণাপাণি।
[শ্রবণ নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, দ্বাদশ খণ্ড।
প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ১২ সংখ্যক গান]
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ:
স্বকীয়