বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মুরলী শিখিব ব'লে এসেছি কদম্ব তলে  
মুরলী শিখিব ব'লে এসেছি কদম্ব তলে
মুরলীধারী মুরলী শিখাও হে
কোন সুরে মধু-মাধবী ফোটে
কোন সুরে রাধা নাম ওঠে
মাধব হে! বাঁশির কোন সুরে
উদাসী করে প্রাণ দাসী করে, মাধব হে -
দেহ ময়ূর নাচে কোন সুর শুনিয়া
মন-পাপিয়া গেয়ে ওঠে পিয়া পিয়া
মোরে শিখাও সে সুর হে -
যে সুরে তুমি নাচিবে, পিয়া ব'লে ডাকিবে
মোরে শিখাও সে সুর হে বঁধু
যে সুরে কেবল তব সাথে ভাব হয় অভাব রয় না
আমি সেই সুর শিখিব
যে সুর কৃষ্ণ ছাড়া কোন কথা কয় না
কেন ছলছল চোখে চাও
মুরলী শিখাও কেন হাত কাঁপে রসময়।
যে সুর তোমার অধর পরশ লাগে
সেই বেণু যেন চিরদিন রাধারই রয় বেণু শিখাও হে
মোর দেহ মন ধায় যেন ধেণু সম তব পানে বেণু শিখাও হে॥