বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: চাঁপার কলির তুলিকায়, কাজল লেখায়
চাঁপার কলির তুলিকায়, কাজল লেখায়
শ্রীমতী শ্রীহরির ছবি আঁকে।
রাই ছবি আঁকে পটে গো, যারে হেরে নিতি
গোঠে যেতে
যমুনার তটে গো, সে বংশী বাজায়ে মঞ্জির পায়ে
নাচে ছায়া বটে গো, রাই ছবি আঁকে পটে গো।
আঁকিয়া শ্যামের মূরতি আঁকিল না রাধা শ্রীচরণ,
রাধা চরণ আঁকে না, তুলি তুলিয়া রাখে চরণ আঁকে না।
তখন ললিতা বলে
-
‘রাধা! রাধা! রাধা!
তুই আঁকলি না কেন চরণ রাধা!’
‘জীবন মরণ যে চরণে বাঁধা, আঁক্লি না কেন চরণ রাধা
-
বিশ্বের ত্রাণ বৃন্দাবনের ধ্যানজ্ঞান ব্রজগোপী সাধা’
-
‘আঁক্লি না কেন চরণ রাধা’
-!
তখন রাধা কেঁদে বলে
-
‘ওগো ললিতা
-
সখি আঁকিলে চরণ যাবে সে পালায়ে আমি হব পদদলিতা।
পলায়ে যাবে গো মথুরায়, আবার পালায়ে যাবে গো
-
চির চপল সে মথুরায় আবার পালায়ে যাবে গো
-
থাক্ লুকানো হৃদয়ে শ্রীচরণ।’
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)
মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের
বয়স ছিল ৩৪ বৎসর ১১
মাস।
- রেকর্ড:
-
এইচএমভি [মে ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)। পি ১১৭৮৫। শিল্পী আঙ্গুরবালা]
[শ্রবণ
নমুনা]
- টুইন [আগষ্ট ১৯৩৬ খ্রিষ্টাব্দ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৩)। এফটি
৪৫২৭। শিল্পী:
আঙ্গুরবালা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড।
প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট । জ্যৈষ্ঠ ১৪০১/মে ১৯৯৪। দশম গান]
[নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব)
- সুরাঙ্গ:
কীর্তনাঙ্গ