বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কেন মেঘের ছায়া আজি চাঁদের চোখে
রাগ: দারবারী-কানাড়া, তাল: ত্রিতাল
কেন মেঘের ছায়া আজি চাঁদের চোখে?
মোর বুকে মুখ রাখি ঝড়ের পাখি সম কাঁদে ওকে?
গভীর নিশীথের কণ্ঠ জড়ায়ে
শ্রান্ত কেশভার গগনে ছড়ায়ে,
হারানো প্রিয়া মোর এলো কি লুকায়ে
আমার একা ঘরে
ম্লান আলোকে॥
গঙ্গায় তারি চিতা নিভেছে কবে,
মোর বুকে সেই চিতা আজো জ্বলে নীরবে;
স্মৃতির চিতা তার নিভিবে না বুঝি আর
কোন সে জনমে
কোন সে লোকে॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়- শ্রাবণ ১৩৪৭) মাসে
এইচএমভি রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর
১ মাস।
- রেকর্ড:
এইচএমভি।
জুলাই ১৯৪০ (আষাঢ়- শ্রাবণ ১৩৪৭)। এন. ১৭৪৭৯। শিল্পী:
জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী। সুর: নিতাই ঘটক]
-
পত্রিকা:
সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা [১৭শ বর্ষ, ১৩৪৭। ৮ম সংখ্যা। অগ্রহায়ণ
১৩৪৭ (নভেম্বর-ডিসেম্বর ১৯৪০)। সুরকার: নিতাই ঘটক। পৃষ্ঠা: ৩৪৪- ৩৪৫]
নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- সুরকার: নিতাই ঘটক
- পর্যায়: