রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ নূপুর বোলে
বন-পথে যায় কে বালিকা, গলে শেফালিকা,
মালতী মালিকা দোলে॥
চম্পা মুকুলগুলি চাহে নয়ন তুলি’
নাচে নট-বিহগ শিখা তরুতলে॥
মূল গান
রাগ: নট বেহাগ। তাল: ত্রিতাল (মধ্যলয়)
আগ্রা ঘরানা
ঝন্ ঝন্ ঝন্ ঝন্ পায়েল বাজে জাগে মোরী সাস ননদীয়া
ঔর দোরনীয়া হাঁ রে জ্যেঠনীয়া ঝন্ ঝন্॥
অগর সুনে মোরা বগর সুনে গো জো
সুন পাবে সদা রংগীলে জাগে মোরী সাস-ননদীয়া
ঔর দোরনীয়াঁ হাঁ রে জ্যেঠনীয় মা॥