নট বেহাগ

উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে
বিলাবল ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। অনেকে এই রাগের ঠাট হিসেবে মিশ্র বিলাবল উল্লেখ করে থাকেন। এই রাগের পূর্বাঙ্গ নট এবং উত্তরাঙ্গ বেহাগ। এই রাগে কোমল নিষাদকে বিশেষ কুশলতার সাথে ব্যবহার করা হয়। এই রাগে র্সণ ধপ, ণধপ-কে বিশেষভাবে ব্যবহার করে রাগরূপকে স্নিগ্ধ করা হয়। অনেক সময় রাগের শ্রীবৃদ্ধির জন্য বিবাদী হিসেবে তীব্র মধ্যম ব্যবহার করা হয়। এক্ষেত্রে পধহ্মপ ব্যবহার করার রীতি আছে।

  আরোহণ: স র গ ম  প ণ প র্স
অবরোহণ : র্সন ধ, প, ণধপ মগ মরস
ঠাট : বিলাবল
জাতি : ঔড়ব-সম্পূর্ণ।
বাদীস্বর : প
সমবাদী স্বর : স
অঙ্গ :  উত্তরাঙ্গ।
সময় : রাত্রি কালে গেয়।
পকড় : গম, ণ ধপ রগ মগ মগরস।

তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স।  ২২ সেপ্টেম্বর ১৯৮৭।