বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: হে মাধব! তোমারেই প্রাণের বেদনা কব
রাগ: ভৈরবী, তাল: ত্রিতাল
হে মাধব, হে মাধব, হে মাধব!
তোমারেই প্রাণের বেদনা কব তোমারি শরণ লব॥
সুখের সাগরে লহরি সমান
হিল্লোলি’ উঠে যেন তব নাম গান
দুঃখে শোকে কাঁদে যবে প্রাণ যেন নাম না ভুলি তব॥
তুমি ছাড়া বিশ্বে কাহারও কাছে
এ প্রাণ যেন কিছু নাহি যাচে।
যেন তোমারি অধিক কেহ প্রিয় নাহি হয়
বিশ্ব ভুবনে যেন হেরি
তুমি-ময়
কলঙ্ক-লাঞ্ছনা যত বাধা ভয় তব প্রেমে সকলি স’ব॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫)
মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির
প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ২ মাস।
- রেকর্ড:
এইচএমভি [আগষ্ট ১৯৩৮ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫)। পি ১১৮২৭। শিল্পী:
জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী। সুর: নজরুল ইসলাম।]
- স্বরলিপি ও স্বরলিপিকার: ইদ্রিস আলী [নজরুল
সঙ্গীত স্বরলিপি, চব্বিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা]
২১ সংখ্যক গান।
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: [ভক্তি।
হিন্দুধর্ম। বৈষ্ণব]
- সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ