ভাষাংশ
রবীন্দ্রনাথ ঠাকুর -এর রচনাবলী

রচনাবলী সূচি
 

গুরু
 

১৩২৪ বঙ্গাব্দে এই নাটিকাটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। এটি রবীন্দ্রনাথের 'অচলায়তন' নাটকের কিঞ্চিৎ রূপান্তর। এই রূপান্তরে রবীন্দ্রনাথ অনেক অংশ বর্জন করেন এবং কিছু অংশ নতুন করে লেখেন। 'গুরু'র এই পাঠ গ্রহণ করা হয়েছে বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী'র ত্রয়োদশ খণ্ড (ভাদ্র ১৩৯৩) থেকে।

 



বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী'র ত্রয়োদশ খণ্ড (ভাদ্র ১৩৯৩) থেকে গৃহীত 'গুরু'র পাঠ।

 

সহজে অভিনয়যোগ্য করিবার অভিপ্রায়ে অচলায়তন নাটকটি “গুরু” নামে এবং কিঞ্চিৎ রূপান্তরিত এবং লঘুতর আকারে প্রকাশ করা হইল।


শান্তিনিকেতন                                                                                                             শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর
১লা ফাল্গুন
১৩২৪