বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
সুখে
থাকো আর সুখী করো সবে
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর
আনুষ্ঠানিক পর্যায়ের
পঞ্চম গান।
সুখে থাকো আর সুখী করো সবে,
তোমাদের প্রেম ধন্য হোক ভবে॥
মঙ্গলের পথে থেকো নিরন্তর,
মহত্ত্বের ’পরে রাখিয়ো নির্ভর—
ধ্রুবসত্য তাঁরে ধ্রুবতারা কোরো সংশয়নিশীথে সংসার-অর্ণবে॥
চিরসুধাময় প্রেমের মিলন মধুর করিয়া রাখুক জীবন,
দুজনার বলে সবল দুজন জীবনের কাজ সাধিয়ো নীরবে।
কত দুঃখ আছে, কত অশ্রুজল—
প্রেমবলে তবু থাকিয়ো অটল।
তাঁহারি ইচ্ছা হউক সফল বিপদে সম্পদে শোকে উৎসবে॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্র পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
পাঠভেদ: পাঠভেদ আছে।
তোমাদের প্রেম ধন্য হোক ভবে॥
: গানের বহি ও বাল্মীকি প্রতিভা
(বৈশাখ ১৩০০
বঙ্গাব্দ)
তোমার প্রেম ধন্য হোক ভবে॥
: গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। বাহার-কাওয়ালি। পৃষ্ঠা: ৪৬৬] [নমুনা]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৭৬-১৭৭]
ধর্ম্মসঙ্গীত (১৯১৪)
রবীন্দ্র গ্রন্থাবলী হিতবাদী (১৩১১ বঙ্গাব্দ)
স্বরবিতান অষ্টম (৮) খণ্ডের (মাঘ ১৪১৫ বঙ্গাব্দ) ২১ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫০-৫১।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: ইন্দিরাদেবী চৌধুরাণী
দেশ (সাহিত্য ১৩৭২) পত্রিকায় পুলিনবিহারী সেন লিখেছেন, 'স্নেহলতার আত্মীয়দের কাছ থেকে জানা যায়, রবীন্দ্রনাথ সরলাদেবীকে গানটির সুর দিতে বলেছিলেন, তিনিই (সরলা দেবী) বিবাহসভায় গানটি করেন।'