বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
 সুখে থাকো আর সুখী করো সবে
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর আনুষ্ঠানিক পর্যায়ের পঞ্চম গান।
      সুখে থাকো আর সুখী করো সবে,
      তোমাদের প্রেম ধন্য হোক ভবে॥
      মঙ্গলের পথে থেকো নিরন্তর,
      মহত্ত্বের ’পরে রাখিয়ো নির্ভর—
ধ্রুবসত্য তাঁরে ধ্রুবতারা কোরো   সংশয়নিশীথে সংসার-অর্ণবে॥
চিরসুধাময় প্রেমের মিলন   মধুর করিয়া রাখুক জীবন,
দুজনার বলে সবল দুজন   জীবনের কাজ সাধিয়ো নীরবে।
            কত দুঃখ আছে, কত অশ্রুজল—
            প্রেমবলে তবু থাকিয়ো অটল।
তাঁহারি ইচ্ছা হউক সফল  বিপদে সম্পদে শোকে উৎসবে॥