বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: 
 সুখে 
		থাকো আর সুখী করো সবে
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক 
১৪১২)-এর 
আনুষ্ঠানিক পর্যায়ের 
		পঞ্চম গান।
		
	
		      
      সুখে থাকো আর সুখী করো সবে,
     
      তোমাদের প্রেম ধন্য হোক ভবে॥
      
      মঙ্গলের পথে থেকো নিরন্তর,
     
      মহত্ত্বের ’পরে 
      রাখিয়ো নির্ভর—
ধ্রুবসত্য 
      তাঁরে ধ্রুবতারা কোরো 
        সংশয়নিশীথে 
      সংসার-অর্ণবে॥
চিরসুধাময় 
      প্রেমের মিলন 
        মধুর করিয়া রাখুক 
      জীবন,
দুজনার 
      বলে সবল দুজন 
        জীবনের কাজ 
      সাধিয়ো নীরবে।
            
      কত দুঃখ আছে, কত অশ্রুজল—
           
      প্রেমবলে তবু থাকিয়ো অটল।
তাঁহারি 
      ইচ্ছা হউক সফল  বিপদে সম্পদে শোকে উৎসবে॥
	
	- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্র পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
 
- 
	
	পাঠভেদ: পাঠভেদ আছে।
 তোমাদের প্রেম ধন্য হোক ভবে॥
            
: গানের বহি ও বাল্মীকি প্রতিভা 
(বৈশাখ ১৩০০ 
বঙ্গাব্দ)
 তোমার প্রেম ধন্য হোক ভবে॥               
: গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
 
 
- তথ্যানুসন্ধান
		- ক. রচনাকাল ও স্থান: 
		১৮৮৯ খ্রিষ্টব্দের ২রা মে (২০ বৈশাখ ১২৯৬) বিহারীলাল গুপ্তের কন্যা 
		স্নেহলতার বিবাহ হয়। এই বিবাহোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ এই ফরমায়েশি গানটি 
		রচনা করেন। এই সময় রবীন্দ্রনাথ পুনার নিকটবর্তী খিরকিতে ছিলেন। এই সময় 
		রবীন্দ্রনাথের বয়স ছিল ২৭ বৎসর ১২ মাস।
 
 গীতবিতানের গানের শ্রেণিকরণের সময় রবীন্দ্রনাথ এই গানটি 
'পূজা-পরিণয়' অংশে স্থান দিয়েছিলেন। রবীন্দ্রনাথ সম্পাদিত গীতবিতানের ভাদ্র ১৩৪৫ 
সংস্করণে এইভাবে গানটি প্রকাশিত হয়েছিল। ১৩৫৪ বঙ্গাব্দে এই গানটিকে আনুষ্ঠানিক 
পর্যায়ে স্থানান্তরিত করা হয়।
 
- 
		খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- 
		গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
	
		- 
		
		স্বরলিপিকার: ইন্দিরাদেবী চৌধুরাণী
- রাগ: ইমন-ভূপালী। তাল একতাল। [স্বরবিতান অষ্টম 
		(৮) খণ্ডের (মাঘ ১৪১৫ বঙ্গাব্দ)]দেশ (সাহিত্য 
১৩৭২) পত্রিকায় পুলিনবিহারী সেন লিখেছেন, 'স্নেহলতার আত্মীয়দের কাছ থেকে জানা যায়, 
রবীন্দ্রনাথ সরলাদেবীকে গানটির সুর দিতে বলেছিলেন, তিনিই (সরলা দেবী) বিবাহসভায় 
গানটি করেন।'