বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আজি মোর দ্বারে কাহার মুখ হেরেছি॥
পাঠ ও পাঠভেদ:
আজি মোর দ্বারে কাহার মুখ হেরেছি॥
জাগি উঠে প্রাণে গান কত যে।
গাহিবারে সুর ভুলে গেছি রে॥
পাঠভেদ:
পাণ্ডুলিপির সাথে গীতবিতানের পাঠের
পার্থক্য রয়েছে।
পাণ্ডুলিপির পাঠ:
আহা
আজি মোর দ্বারে কাহার মুখ হেরেছি॥
জেগে ঊঠে হৃদয়ে প্রাণে কতই যে
গাহিবারে সুর ভুলে গিয়েছি।
তথ্যানুসন্ধান
ক.
রচনাকাল ও স্থান:
১৩০২ বঙ্গাব্দের ভাদ্র মাসের শেষ দিকে
রবীন্দ্রনাথ উত্তরবঙ্গ সফর করেন। আশ্বিন মাসের পুরো সময়টুকু তিনি শিলাইদহে
কাটান। রবীন্দ্র-পাণ্ডুলিপি MS.
NO 426 (i) -তে এই গানটি
লেখা হয়েছে 'বিশ্ববীণারবে
বিশ্বজন মোহিছে' গানটির 'আষাঢ়'
অংশের উপরে। উল্লেখ্য পাণ্ডুলিপতে 'বিশ্ববীণারবে
বিশ্বজন মোহিছে' গানটি রচনার
তারিখ পাওয়া যায় ১৩২০ বঙ্গাব্দের ৪ আশ্বিন থেকে ৯ আশ্বিন। পাণ্ডুলিপির পাঠ
দেখে মনে হয়, রবীন্দ্রনাথ ৪ঠা আশ্বিন 'বিশ্ববীণারবে
বিশ্বজন মোহিছে' গানটির 'বসন্ত'
অংশ রচনা করেন। এরপর আষাঢ় এবং আশ্বিন অংশ রচনা করার ইচ্ছা ছিল না। কারণ এই
দুই অংশ রচনার মধ্যে ৫ দিনের একটি অবসর রয়েছে। এর ভিতরে তিনি রচনা করেন এই
গানটি-সহ মোট চারটি গান। অন্য তিনটি গান হল-
৫ আশ্বিন [২১ সেপ্টেম্বর ১৮৯৫ খ্রিষ্টাব্দ]
ওলো সই, ওলো সই [প্রেম-৮১]
[তথ্য]
৫ আশ্বিন [রবিবার ২১ সেপ্টেম্বর ১৮৯৫ খ্রিষ্টাব্দ]
মধুর
মধুর ধ্বনি বাজে [বিচিত্র-১০] [তথ্য]
৮ আশ্বিন [মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ১৮৯৫ খ্রিষ্টাব্দ]
বেলা গেল তোমার
পথ চেয়ে [পূজা-১৪৮]
[তথ্য]
[রবীন্দ্রনাথের
৩৪ বৎসর বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতানের প্রেম ও প্রকৃতি পর্যায়ের ৫৪ সংখ্যক গান।
স্বরবিতান পঞ্চত্রিংশ (৩৫) খণ্ডের প্রথম গান। পৃষ্ঠা ৫-৮।
রাগ: দেশ। তাল: পঞ্চমসওয়ারি। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৬]।