বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
নীরবে
আছ
কেন বাহিরদুয়ারে
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: পূজা: ১৩৩
নীরবে আছ কেন বাহিরদুয়ারে—
আঁধার লাগে চোখে, দেখি না তুহারে ॥
সময় হল জানি, নিকটে লবে টানি,
আমার তরীখানি ভাসাবে জুয়ারে ॥
সফল হোক প্রাণ এ শুভলগনে,
সকল তারা তাই গাহুক গগনে।
করো গো সচকিত আলোকে পুলকিত
স্বপননিমীলিত হৃদয়গুহারে ॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের মোট তিনটি পাণ্ডুলিপিতে গানটি পাওয়া যায়। যথা:
পাঠভেদ
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
RBVBMS 008
পাণ্ডুলিপিতে গানটির নিচে তারিখ উল্লেখ আছে- '৬ মাঘ'। আর
RVBMS 028
পাণ্ডুলিপিতে তারিখ উল্লেখ আছে '৫ই মাঘ
১৩৩৪'।
উল্লেখ্য,
১৩৩৪
বঙ্গাব্দের
মাঘ মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে এই গানটি
সহ মোট ১১টি গান
রচনা করেন। এর ভিতরে ৫ই মাঘ তিনি এই গানটি রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৬ বৎসর ৯ মাস।
[রবীন্দ্রনাথের
৬৬ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৯ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ৮৩০-৩১। [নমুনা: ১, ২]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮), পর্যায়: পূজা, উপবিভাগ: বিরহ ৬, পৃষ্ঠা: ৫৮। [নমুনা]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ১৩৩। উপবিভাগ: বিরহ ৬। পৃষ্ঠা ৬১-৬২।
গীতোৎসব, আধুনিক সংগ্রহ (১৩৩৮ বঙ্গাব্দ)।
স্বরবিতান ত্রয়োদশ (১৩) (বিশ্বভারতী, জ্যৈষ্ঠ ১৪১৩) খণ্ড ১৪ সংখ্যক গান, পৃষ্ঠা ৩৭-৩৮।
রেকর্ডসূত্র: রেকর্ডসূত্র পাওয়া যায় নি।
প্রকাশের কালানুক্রম:
গানটি প্রথম প্রকাশিত হয়েছিল গীতোৎসব (১৩৩৮)
নামক গ্রন্থে। এরপর ১৩৩৯ বঙ্গাব্দের আশ্বিন
মাসে প্রকাশিত
গীতবিতান -এর
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ-এ
গানটি প্রথম
অন্তর্ভুক্ত হয়েছিল। ১৩৪৮ বঙ্গাব্দে প্রকাশিত গীতবিতানের
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ গানটি গৃহীত হয়েছিল
পূজা,
পর্যায়ের 'বিরহ'
উপবিভাগে।
১৩৭১ বঙ্গাব্দের
আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা পর্যায়ের
('বিরহ'
উপবিভাগ)
১৩৩ সংখ্যক গান হিসেবে
অন্তর্ভুক্ত হয়েছিল। অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে। এই গ্রন্থে গানটি একইভাবে
অন্তর্ভুক্ত হয়েছে।
রাগ: পীলু। তাল: তেওরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)]। পৃষ্ঠা: ৬৩
রাগ:
পীলু, খাম্বাজ। তাল: তেওরা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ১১০।
[তেওরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[পিলু
সুরে নিবদ্ধ
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]