হে মহাদুঃখ, হে রুদ্র, হে ভয়ঙ্কর, ওহে শঙ্কর, হে প্রলয়ঙ্কর।
হোক জটানিঃসৃত অগ্নিভুজঙ্গম -দংশনে জর্জর স্থাবর জঙ্গম,
ঘন ঘন ঝন ঝন ঝননন ঝননন পিনাক টঙ্করো॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: চণ্ডালিকা নাটিকাকে 'গদ্যনাট্য'-এ রূপ দেওয়ার সময় রচিত। রবীন্দ্রনাথের ৭২ বৎসর বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
চণ্ডালিকা
রবীন্দ্ররচনাবলী ত্রয়োবিংশ খণ্ড, (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৪২।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম: গানটি
রবীন্দ্রনাথের
৭২ বৎসর ৪ মাস বয়সে প্রথম প্রকাশিত হয়েছিল। চণ্ডালিকা গদ্যনাটকে
প্রকৃতির
গান
হিসাবে
গৃহীত হয়েছিল। নৃত্যনাট্য চণ্ডালিকা'য়
গানটি
বর্জিত হয়।
১৩৪৭ বঙ্গাব্দের পৌষ মাসে শান্তিনিকেতনে 'শাপমোচন'-এর প্রথম দৃশ্যে
গানটি যুক্ত হয়েছিল। বর্তমানে প্রচলিত শাপমোচনে বর্জিত হয়েছে।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার। [স্বরলিপিটি পাণ্ডুলিপি থেকে স্বরবিতান-৫৬-তে গৃহীত হয়েছে]
সুর ও তাল:
স্বরবিতান ষট্পঞ্চাশত্তম (৫৬) খণ্ডে (বিশ্বভারতী, ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে 'কাহারবা' তালে নিবদ্ধ।
রাগ : মিশ্র কেদারা। তাল : কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮৫।
রাগ: বেহাগ, কেদারা। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪৭।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: র্গা।
লয়: মধ্য।