বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
হে মহাদুঃখ, হে রুদ্র, হে ভয়ঙ্কর, ওহে শঙ্কর
পাঠ ও পাঠভেদ:

হে মহাদুঃখ, হে রুদ্র, হে ভয়ঙ্কর,   ওহে শঙ্কর, হে প্রলয়ঙ্কর।

হোক জটানিঃসৃত অগ্নিভুজঙ্গম    -দংশনে জর্জর স্থাবর জঙ্গম,

ঘন ঘন ঝন ঝন ঝননন          ঝননন পিনাক টঙ্করো