বিষয়:
রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
হৃদিমন্দিরদ্বারে বাজে সুমঙ্গল শঙ্খ
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান
( বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ: পূজা : ৩০৬
হৃদিমন্দিরদ্বারে বাজে সুমঙ্গল
শঙ্খ
॥
শত মঙ্গলশিখা
করে ভবন আলো,
উঠে নির্মল ফুলগন্ধ
॥
-
পাণ্ডুলিপির পাঠ:
পাণ্ডুলিপির পাঠ পাওয়া যায় নি।
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ১৩০৬
বঙ্গাব্দের ১১ মাঘ [বুধবার,
২৪
জানুয়ারি
১৯০০ খ্রিষ্টাব্দ] তারিখে,
সপ্ততিতম
সাংবৎসরিক মাঘোৎসবের
অনুষ্ঠিত হয়েছিল। এই উৎসবে সকাল ও
সন্ধ্যায় অনুষ্ঠিত উপাসনায় রবীন্দ্রনাথের রচিত মোট ২৩টি গান পরিবেশিত হয়েছিল।
এর ভিতরে 'মহাবিশ্বে মহাকাশে মহাকালে' গানটি পূর্বে রচিত। বাকি ২২টি গান এই
উৎসব উপলক্ষে রচিত। এর ভিতরে এই গানটি সান্ধ্যাকালীন অধিবেশনে পরিবেশিত হয়েছিল।
এই সময়ে রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৮ বৎসর ৮-৯ মাস।
[রবীন্দ্রনাথের
৩৮ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
অষ্টম খণ্ড [মজুমদার লাইব্রেরি,
১৩১০ বঙ্গাব্দ।
রাগিণী কেদারা -তাল
ধামার। পৃষ্ঠা:
২৯৬] [নমুনা]
- গান
- প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫
বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত।
ব্রহ্মসঙ্গীত।
রাগিণী কেদারা -তাল
ধামার।
পৃষ্ঠা: ৩৩৬] [নমুনা]
-
দ্বিতীয়
সংস্করণ [ইন্ডিয়ান প্রেস।
১৯০৯ খ্রিষ্টাব্দ,
১৩১৬ বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত।
রাগিণী কেদারা -তাল
ধামার।
পৃষ্ঠা: ৩৩০।
[নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম
ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
২৪৯]
[নমুনা]
-
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ
[বিশ্বভারতী, মাঘ
১৩৪৮। পর্যায়:
পূজা,
উপবিভাগ:
উৎসব
৫,
পৃষ্ঠা: ১২৫]
[নমুনা]
-
অখণ্ড,
তৃতীয়
সংস্করণ
(বিশ্বভারতী,
কার্তিক ১৪১২),
পর্যায়:
পূজা
৩০৬, উপবিভাগ:
উৎসব
৫।
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি তৃতীয় ভাগ [মকর সংক্রান্তি ১৩১৩ বঙ্গাব্দ। কেদারা-ধামার। কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
স্বরবিতান ত্রয়োবিংশ
(২৩) খণ্ডের ২৪ সংখ্যক গান। পৃষ্ঠা ৬৪।
[নমুনা]
-
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী [ফাল্গুন
১৩০৬ । কেদার-ধামার। পৃষ্ঠা: ১৮২]
[নমুনা]
-
রেকর্ডসূত্র: পাওয়া যায় নি
-
প্রকাশের
কালানুক্রম: ১৩০৬ বঙ্গাব্দের
১১১ মাঘ
সপ্ততিতম সাংবাৎসরিক মাঘোৎসবের
সায়ংকালীন উপাসনায় গানটি পরিবেশিত হয়। এই
সূত্রে গানটি
তত্ত্ববোধিনী পত্রিকার 'ফাল্গুন ১৩০৬' সংখ্যায় প্রকাশিত
হয়েছিল। এরপর গানটি যে সকল গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত
হয়েছিল, সেগুলো হলো-ব্রহ্মসঙ্গীত স্বরলিপি তৃতীয় ভাগ
(১৩১৩ বঙ্গাব্দ),
গান
প্রথম সংস্করণ
(১৩১৫
বঙ্গাব্দ),
গান
দ্বিতীয়
সংস্করণ ( ১৩১৬ বঙ্গাব্দ)
ও
কাব্যগ্রন্থ
অষ্টম খণ্ড
(১৩১০ বঙ্গাব্দ)।
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৯ বঙ্গাব্দে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণে
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের
'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল
।
এরপর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে।
এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের
উৎসব
উপবিভাগের
পঞ্চম
গান হিসেবে। ১৩৭১
বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩০৬ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত
হয়েছিল।
গানটি
একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
-
স্বরলিপি:
[স্বরলিপি]
-
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।
-
সুর ও
তাল:
-
স্বরবিতান ত্রয়োবিংশ
(২৩)
খণ্ডে
(বিশ্বভারতী,
)
গৃহীত গানটির স্বরলিপিতে
রাগ-তালের উল্লেখ রয়েছে
কেদারা ও
ধামার।
-
রাগ :
খাম্বাজ। তাল : দাদরা। [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
পৃষ্ঠা: ৭৭।
-
রাগ:
খাম্বাজ।
তাল: দাদরা। [রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ
রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১],
পৃষ্ঠা: ১৩৫।
-
বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত।
-
সুরাঙ্গ:
ধ্রুপদাঙ্গ।
-
গ্রহস্বর:
মা।
-
লয়:
মধ্য।