বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: ব্যাকুল প্রাণ কোথা সুদূরে ফিরে
	
		ব্যাকুল 
প্রাণ কোথা সুদূরে ফিরে-
				ডাকি লহো,
প্রভু, তব 
ভবনমাঝে
				ভবপারে 
সুধাসিন্ধুতীরে॥ 
	
- পাণ্ডুলিপি:
			
			
			RBVBMS 426 (i) 
			 [নমুনা]
- 
তথ্যানুসন্ধান
		- 
		
		
		ক. 
			রচনাকাল ও স্থান:  
		গানটির 
		রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
		 রবীন্দ্রনাথ ১৩০৩ 
		বঙ্গাব্দের শ্রাবণ মাসের ১৪ থেকে ২৯ তারিখের মধ্যে কলকাতায় থাকাকালে এই 
		গানটি-সহ মোট ৯টি গান রচনা করেন। 
		এই সময়ে রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৫ বৎসর ৩-৪ মাস। 
 [
	৩৫ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
- 
খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
		
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		
			স্বরলিপি নাই
			- ভাঙা গান: এটি একটি ভাঙা গান।
			
			
 
 
RBVBMS 426 (i)
			পাণ্ডুলিপিতে 
			রবীন্দ্রনাথ মূল গানটির পংক্তির মাঝে কথা বসিয়েছিলেন।
			 মূল গান:
ব্যাহণ লায়ে বান গাবান রীকো।
			রাগ: ভূপালী। 
			
			
			
			[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। 
	সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: 
		৭০]।
			রাগ: ভূপালী 
তাল: মধ্যমান [রাগরাগিণীর 
				এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা: 
	১২২।