বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
যা হবার
তা হবে
পাঠ ও পাঠভেদ:
যা হবার তা হবে।
যে আমারে কাঁদায় সে কি অমনি ছেড়ে রবে ?।
পথ হতে যে ভুলিয়ে আনে পথ যে কোথায় সেই তা জানে,
ঘর যে ছাড়ায় হাত যে বাড়ায়― সেই তো ঘরে লবে ॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
[RBVBMS 125] [অচলায়তনের পাণ্ডুলিপি] [নমুনা]।
[RBVBMS 244] [অচলায়তনের পাণ্ডুলিপি] [নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল
ও স্থান: গানটি প্রথম লেখা হয়েছিল 'অচলায়তন' নাটকের প্রথম দৃশ্যে,
পঞ্চকের গান হিসেবে। এই নাটকের প্রথম খসড়া পাণ্ডুলিপি
RBVBMS
125 -তে রচনার তারিখ ও স্থানের
উল্লেখ আছে '১৫ই আষাঢ়/১৩১৮/শিলাইদহ'। এই বিচারে বলা যায়,
গানটি
রবীন্দ্রনাথের ৫০ বৎসর ২ মাস বয়সের রচনা।
[রবীন্দ্রনাথের ৫০ বৎসর
অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)। ১৩১৮ বঙ্গাব্দে প্রকাশিত 'অচলায়তন ' নাটক থেকে গানটি গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৩৮৪। [নমুনা]
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিসিং হাউস, ১৩২১ বঙ্গাব্দ, ১৯১৪ খ্রিষ্টাব্দ)। পৃষ্ঠা: ৬ [নমুনা]
স্বরবিতান দ্বিপঞ্চাশত্তম (৫২) খণ্ডের (পৌষ ১৪১২) ৮ম গান। পৃষ্ঠা: ২২-২৩।
পত্রিকা:
রেকর্ডসূত্র: নাই।
প্রকাশের
কালানুক্রম:
১৩১৮ বঙ্গাব্দের ১৫ আষাঢ়-এ প্রকাশিত
অচলায়তন
নাটকের সাথে এই গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই নাটকে
'দাদাঠাকুরের
গান' হিসেবে ব্যবহৃত হয়েছিল।
গানটি প্রকাশিত
হয়েছিল
প্রবাসী
পত্রিকার 'আশ্বিন ১৩১৮' সংখ্যায়। এর প্রায় ৩ বছর পর,
১৩২১ বঙ্গাব্দে
ইন্ডিয়ান পাবলিসিং
হাউস থেকে
ধর্ম্মসঙ্গীত -এ গানটি অন্তর্ভুক্ত হয়েছিল। ১৩৩৮ বঙ্গাব্দে
বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত গীতবিতানের দ্বিতীয় খণ্ডে স্থান পেয়েছিল
'অচলায়তন' নাটক থেকে। এরপর গীতবিতানের ১৩৪৮ সংস্করণে গানটি গীতবিতানের
প্রথম খণ্ডে পূজা পর্যায়ের বন্ধু উপবিভাগে অন্তর্ভুক্ত হয়। ১৩৮০
বঙ্গাব্দে গীতবিতানের অখণ্ড সংস্করণে গানটি পূজা পর্যায়ের ৮৩ সংখ্যক
গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।