টানা ছয়মাত্রার তাল

এটি রবীন্দ্রনাথের আবিস্কৃত ছন্দ। রবীন্দ্রনাথ এ ছন্দটির কোনো নামকরণ করে যান নি। ছন্দটির ঠেকা নিম্নরূপ।
 

শ্রবণ নমুনা [স্বরূপ হোসেন। শিক্ষক ছায়ানট]

 

+ 

       

 + 

ধি

ধি

 না

তা

তি

না

ধি

 ৪

 ৬

   

এই ছন্দে রচিত গানের সংখ্যা মোট ৭টি। নিচে এই ছন্দে নিবদ্ধ গানগুলির তালিকা দেওয়া হলো।
 

১. একটুকু ছোঁওয়া লাগে
২. জয় ভৈরব, জয় শঙ্কর
৩. ধীরে বন্ধু , ধীরে ধীরে। [পূজা-৪৬] [তথ্য]
৪. নাই বা এলে যদি সময় নাই [প্রেম-১৫৫] [তথ্য]
৫. হে সন্ন্যাসী, হিমগিরি ফলে নীচে নমে এলে /প্রকৃতি-১৮৭। [তথ্য]
৬. শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়। [পূজা-৩৭] [তথ্য]