মাঘোৎসব ৮৯
১১ মাঘ ১৩২৫ বঙ্গাব্দ [ ১৯১৯ খ্রিষ্টাব্দ]

এই মাঘোৎসব অনুষ্ঠিত হয়েছিল জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। এই উৎসবে রবীন্দ্রনাথের ৪টি গান পরিবেশিত হয়ৈছিল। এই তালিকা পাওয়া যায়, তত্ত্ববোধিনী পত্রিকার 'চৈত্র ১৩২৫' সংখ্যায়।এই গানগুলি হলো-

ভোরের বেলায় কখন এসে [পূজা-২৬৭] [তথ্য]
আমার কণ্ঠ তারে ডাকে [পূজা-১৫৫] [তথ্য]
ভুবনজোড়া আসনখানি [পূজা-৩৫২] [তথ্য]
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে [পূজা-১৯] [তথ্য]