মালপোয়া
অন্য নাম: মালপো (সংক্ষিপ্ত)

ভারত উপমহাদেশীয় মিষ্টি পিঠা বিশেষ। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, মহারাষ্ট্রগুজরাটের জনপ্রিয় পিঠা। ভারতের  উড়িষ্যাগুজরাট রাজ্যের আহমেদাবাদের জগন্নাথ মন্দিরে পূজার জলখাবার বা ' সংকল্প ধুপ' ভোগ এবং সন্ধ্যা-আরতির ভোগ বা ' সাঁঝধুপ' হিসাবে নানা রকম মালপোয়া ভোগ হিসেবে নিবেদন করা হয়। এগুলো- বড়া আমালু, সানা আমালু নামে অভিহিত করা হয়।

পশ্চিমবঙ্গের নদীয়ায় অবস্থিত রাজাপুরের জগন্নাথ মন্দিরেও মালপোয়া ভোগ দেয়ার রীতি আছে। বিহারের মিথিলাতে- হোলির সময়  মালপোয়া খাওয়া হয়। বঙ্গদেশে পৌষ সংক্রান্তিকে উদ্‌যাপিত পিঠা পার্বণে অন্যান্য পিঠার মতো মালপোয়া পরিবেশন করা হয়ে থাকে।

ঐতিহ্যগতভাবে বৈদিক যুগ থেকেই মালপোয়ার প্রচলন ছিল বলে ধারণা করা হয়। সে সময়ে বার্লি, গমের গুড়ো দিয়ে আপুপা নামের একধরনের মিষ্টান্ন প্রস্তুত হতো। মূলত বার্লি বা গমের ময়দা ঘিয়ে ভাজা হতো বা জলে সিদ্ধ করা হতো। পরে তা মধুতে চুবিয়ে রসসসিক্ত করে পরিবেশন করা হতো। কালক্রমে তা মালপোয়া নামক পিঠাতে পরিণত হয়েছে। সে সময়ে এর নাম ছিল মাল-পূপ। পরে শব্দটি পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছিল মালপুয়া এবং মালপোয়া নামে।

স্থান বিশেষে ঐতিহ্যগতভাবে মালপোয়া নানাভাবে তৈরি করা হয়ে থাকে। বর্তমানে সাধারণভাবে প্রস্তুত-পদ্ধতি অনুসরণ করা হয়।

মালপোয়ার সাধারণ প্রস্তুত-শৈলী