বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন
৭ই মার্চ ১৯৭৩ খ্রিষ্টাব্দ
 

১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, এটাই ছিল সর্বপ্রথম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ জয় লাভ করে। মোট ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৯৩টি আসন লাভ করে। এর ভিতরে ভোট ছাড়াই ১১ জন প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। এই নির্বাচনের সূত্রে বঙ্গবন্ধু শেখ  মুজিবর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। উল্লেখ্য, তিনি ঢাকা-১২ আসন থেকে বিজয়ী হয়েছিলেন। এই সংসদ নির্বাচনে মহিলাদের জন্য ১৫টি আসন সংরক্ষিত ছিল। ঐ সংসদের প্রথম অধিবেশন বসেছিল ৭ এপ্রিল, তেজগাঁও-তে অবস্থিত তখনকার জাতীয় সংসদ ভবনে।

এই নির্বাচনে মোট ১৪টি দল অংশগ্রহণ করেছিল। এছাড়া বেশ কিছু স্বতন্ত্র তথা নির্দলীয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। উল্লেখ্য সম্মিলিতভাবে নির্দলীয় প্রার্থীরা মোট ৫টি আসন লাভ করেছিল এবং দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ আসনের অধিকারী হয়েছিল। মোট সংগৃহীত ভোটের হার ছিল ৫৪.৯% ।

 এই সংসদের মেয়াদকাল ছিলো ৭ এপ্রিল ১৯৭৩ থেকে ৬ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত। কিন্তু ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলে, দেশে সামরিক শাসনাধীনে চলে যায়।

ফলাফল
 
দল

ভোটদান

শতকরা হার প্রাপ্ত আসন

বাংলাদেশ আওয়ামী লীগ

১৩,৭৯৮,৭১৭

৭৩.২ ২৯৩

ন্যাশনাল আওয়ামী পার্টি, মোজাফ্ফর

১৩,৭৯৮,৭১৭

৮.৩

জাতীয় সমাজতান্ত্রিক দল

১,২২৯,১১০

৬.৫

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, (ভাসানী)

১,০০২,৭৭১

৫.৩

বাংলাদেশ জাতীয় লীগ

৬২,৩৫৪

০.৩

বাংলার কমিউনিস্ট পার্টি

 

 

১৯৯,৬৭৩

 

 

 

 

 

 

 

১.১

 

 

 

 

 

বাংলা ছাত্র ইউনিয়ন

বাংলাদেশ জাতীয় কংগ্রেস

বাংলা জাতীয় লীগ

বাংলাদেশ শ্রমিক ফেডারেশন

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (লেনিনবাদী)

জাতীয় গণতান্ত্রিক দল

শ্রমিক কৃষক সমাজবাদী দল

নির্দল

৯৮৯,৮৮৪

৫.৩

অবৈধ/ফাঁকা

৪৭৭,৮৭৫

- -

মোট

১৯,৩২৯,৬৮৩

১০০ ৩০০


প্রথম জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যদের নাম ও তালিকা