খড়গ বংশ
খড়্গদ্যোম (আনুমানিক ৬২৫-৬৪০ খ্রিষ্টাব্দ)
জাতখড়্গ (আনুমানিক ৬৪০-৬৫৮ খ্রিষ্টাব্দ)।
দেবখড়্গ (আনুমানিক ৬৫৮-৬৭৩ খ্রিষ্টাব্দ)
রাজভট্ট (আনুমানিক ৬৭৩-৬৯০ খ্রিষ্টাব্দ)।
বলভট্ট (আনুমানিক ৬৯০-৭০৫ খ্রিষ্টাব্দ)এছাড়া আশরাফপুরে প্রাপ্ত দ্বিতীয় তাম্রশাসনে জনৈক উদীর্ণখড়্গ নামে একজনের উল্লেখ আছে। সম্ভবত তিনি খড়্গ রাজবংশেরই একজন ছিলেন। কিন্তু তার শাসনকাল এখন পর্যন্ত অনিশ্চিত।
সূত্র ::
http://www.banglapedia.org/