খড়গ বংশ
প্রাচীন পূর্ববঙ্গের প্রাচীন জনপদ বঙ্গ ও সমতট-এর শাসক রাজবংশ।

বাংলাদেশের রাজধানী ঢাকার নিকটবর্তী আশরাফপুরে প্রাপ্ত দুটি তাম্রশাসন, মুদ্রা ও চৈনিক পরিব্রাজক শেং চি-এর বিবরণ ইত্যাদি থেকে এ রাজবংশ সম্পর্কে তথ্যাদি পাওয়া যায়। খড়গবংশীয় রাজাদের রাজধানীর নাম ছিল কর্মান্ত বসাক। ধারণা করা হয়- বর্তমান বৃহত্তর কুমিল্লা বড় কামতার প্রাচীন নামই সম্ভবত এ কর্মান্ত বাসক। খড়গরা বর্তমান বৃহত্তর ত্রিপুরা ও নোয়াখালী অঞ্চল শাসন করতো।

এই রাজবংশের উত্থান কিভাবে হয়েছিল, সে সম্পর্কে কিছু জানা যায় না। এই বংশের প্রথম রাজা খড়্গদ্যোম সম্পর্কে জানা যায় যে, আনুমানিক ৬২৫-৬৪০ খ্রিষ্টাব্দের ভিতরে রাজত্ব করতেন।

এই রাজবংশের শাসকরা ছিলেন-

খড়্গদ্যোম (আনুমানিক ৬২৫-৬৪০ খ্রিষ্টাব্দ)
জাতখড়্গ (আনুমানিক ৬৪০-৬৫৮ খ্রিষ্টাব্দ)।
দেবখড়্গ (আনুমানিক ৬৫৮-৬৭৩ খ্রিষ্টাব্দ)
রাজভট্ট (আনুমানিক ৬৭৩-৬৯০ খ্রিষ্টাব্দ)।
বলভট্ট (আনুমানিক ৬৯০-৭০৫ খ্রিষ্টাব্দ)

এছাড়া আশরাফপুরে প্রাপ্ত দ্বিতীয় তাম্রশাসনে জনৈক উদীর্ণখড়্গ নামে একজনের উল্লেখ আছে। সম্ভবত তিনি খড়্গ রাজবংশেরই একজন ছিলেন। কিন্তু তার শাসনকাল এখন পর্যন্ত অনিশ্চিত।


সূত্র ::
http://www.banglapedia.org/