বিকল্পধারা বাংলাদেশ
সূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন
http://www.ecs.gov.bd/Bangla

নিবন্ধন নম্বর

০১১

নিবন্ধন তারিখ

০৩/১১/২০০৮

প্রতীক

কুলা

প্রতীক নমুনা

প্রেসিডেন্ট

অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী

মহাসচিব

মেজর (অবঃ) আবদুল মান্নান

কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা

বাড়ী নং- ১৯, রোড নং- ১২, ব্লক- কে, বারিধারা, ঢাকা-১২১২

ফোন

৮৮৫৫২৫২

ফ্যাক্স

৯৮৯০৯৭৮, ৯৮৮৫৬৪৭

মোবাইল

০১৯১৩৩৭২২০০

ইমেইল

bchowdhury@dbn-bd.net, abdulmannan@gmail.com

বিকল্পধারা বাংলাদেশ
বাংলাদেশের একটি রাজনৈতিক দল।

২০০১ খ্রিষ্টাব্দের নির্বাচনের পর বিএনপি
সরকার গঠন করে। এই সময় দলের প্রথম মহাসচিব অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী দেশের রাষ্ট্রপতি হন। ছয় মাস রাষ্ট্রপতি থাকার পর বি. চৌধুরী, দলের অভ্যন্তরীণ কোন্দলের সূত্রে পদত্যাগ করেন এবং ২০০৪ খ্রিষ্টাব্দের ২১ মার্চ মাসে বিএনপির একটি অংশ নিয়ে তিনি নতুন রাজনৈতিক দল 'বিকল্পধারা বাংলাদেশ' গঠন করেন।

২০০৮ খ্রিষ্টাব্দের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, ২০০৭ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল। এই ঐক্যফ্রন্ট গঠনে নেতৃত্ব দিয়েছিলেন বিকল্পধারা  বাংলাদেশ প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী। ওই সময়ে এর সাথে জোটে যুক্ত হয়েছিল ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমঞ্চ ও
নজিবুল বশর মাইজভান্ডারী’র তরিকত ফেডারেশন। ডিসেম্বর মাসে এ ফ্রন্ট থেকে বেরিয়ে যায় তরিকত ফেডারেশন। এর কিছুদিন পর বেরিয়ে যান ড. কামাল হোসেন। ২০০৮ খ্রিষ্টাব্দের নবম জাতীয় সংসদ নির্বাচনর আগে বি চৌধুরী আওয়ামী লীগের সঙ্গে এক মঞ্চে উঠলেও জোটে স্থান হয়নি তার।

২০১৮ খ্রিষ্টাব্দের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচনের জন্য পুনরায় জাতীয় ঐক্য প্রক্রিয়ার চেষ্টা করে। এই বছরের ১৩ই অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে জাতীয় ঐক্যফ্রন্ট নামে নতুন জোটের ঘোষণা করা হয়। এই সময় জাতীয় ঐক্যফ্রন্ট এর নেতারা ৭ দফা দাবী এবং ১১ দফা লক্ষ্য তুলে ধরেন। তবে মতপার্থক্য থাকায় বিকল্পধারা  বাংলাদেশ দল ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে যায়।

২০১৮ খ্রিষ্টাব্দের ৩০ ডিসেম্বর, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দলটি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অংশভাগী হয়ে অংশগ্রহণ করে এবং ২টি আসন লাভ করে।