বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচন
২৯ ডিসেম্বর ২০০৮ খ্রিষ্টাব্দ

২০০৮ খ্রিষ্টাব্দের ২৯ ডিসেম্বর বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও অন্যান্য দল একত্রিত হয়ে চৌদ্দদলীয় মহাজোট তৈরি করে। এই দলে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) এবং অন্যান্য ১০টি দল। অন্য দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)  ও অন্য তিনটি দল মিলিত হয়ে তৈরি হয়েছিল চারদলীয় জোট। বিএনপি ছাড়া উল্লেখযোগ্য দল ছিল বাংলাদেশ জামায়েত-ই-ইসলামী

এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ২৩০টি আসন লাভ করে সরকার গঠন করেছিল।

ফলাফল
 
জোট দল

ভোটদান

শতকরা হার প্রাপ্ত আসন
মহাজোট

 বাংলাদেশ আওয়ামী লীগ

৩৩,৮৮৭,৪৫১

৪৯.০ ২৩০
 

জাতীয় পার্টি

৪,৮৬৭,৩৭৭

৭.০ ২৭
 

জাতীয় সমাজতান্ত্রিক দল  

৪২৯,৭৭৩

০.৬
 

বাংলাদেশের ওয়ার্কস পার্টি

২১৪,৪৪০

০.৩
 

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি

১৬১,৩৭২

০.২
         
চারদলীয় জোট

জাতীয়তাবাদী দল (বিএনপি)

২২,৯৬৩,৮৩৬

৩৩.২ ৩০
 

বাংলাদেশ জামায়েত-ই-ইসলামী

৩,১৮৬,৩৮৪

৪.৬
 

বাংলাদেশ জাতীয় পার্টি - বিজেপি

৯৫,১৫৮

০.১
 

ইসলামী ঐক্য জোট

     
         
স্বতন্ত্র

 

৩,৩৬৬,৮৫৮

৪.৯
 

মোট

৬৯,১৭২,৬৪৯

৯৯.৯৯ ৩০০