বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
সূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন
http://www.ecs.gov.bd/Bangla

নিবন্ধন নম্বর

০১০

নিবন্ধন তারিখ

০৩/১১/২০০৮

প্রতীক

হাতুড়ি

প্রতীক নমুনা

সভাপতি

রাশেদ খান মেনন

সাধারণ সম্পাদক

ফজলে হোসেন বাদশা

কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা

৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০

ফোন

০২-৯৫৬৭৯৭৫

ফ্যাক্স

০২-৯৫৫৮৫৪৫

ইমেইল

wpartybd@bangla.net

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
বাংলাদেশের একটি বামপন্থী রাজনৈতিক দল।

১৯৮০ খ্রিষ্টাব্দের এই দলটি গঠিত হয়। এই দলের প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন অমল সেন।

১৯৮৪ খ্রিষ্টাব্দে এই দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এই সময় একটি দলের নেতৃত্বে ছিলেন অমল সেন, অপর দলের নেতৃত্বে ছিলেন নজরুল ইসলাম। ১৯৯২ খ্রিষ্টাব্দে এই দলটি পুনরায় একত্রিত হয়েছে।

১৯৮৬ খ্রিষ্টাব্দের ৭ই মে-তে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে এই দলটি অংশগ্রহণ করে ৩টি আসন লাভ করেছিল।

১৯৮৬ খ্রিষ্টাব্দের ৩রা মার্চে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন, এই দলটি বর্জন করেছিল।

১৯৯১ খ্রিষ্টাব্দের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এই দলটি অংশগ্রহণ করে ১টি আসন লাভ করেছিল।

১৯৯৬ খ্রিষ্টাব্দের ১৫শে ফেব্রুয়ারি  ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে, এই দলটি বর্জন করেছিল।

১৯৯৬ খ্রিষ্টাব্দের ১২ই জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে  এই দলটি কোনো আসন লাভ করতে পারে নি।

২০০১ খ্রিষ্টাব্দের ১লা অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে  এই দলটি কোনো আসন লাভ করতে পারে নি।

২০০৪ খ্রিষ্টাব্দের ১৪ই জুন এই দলটি বিভাজিত হয়ে যায়। এই সময় দলটি আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ যৌথ কর্মসূচির কৌশলের বিরোধিতা করে।

২০০৮ খ্রিষ্টাব্দের ২৯শে নভেম্বর  নবম জাতীয় সংসদ নির্বাচনে এই দলটি ২টি আসন লাভ করেছিল।

২০১৪ খ্রিষ্টাব্দের ৫ই জানুয়ারি,  দশম জাতীয় সংসদ নির্বাচন, এই দলটি ৬টি গাসন লাভ করেছিল।

২০১৮ খ্রিষ্টাব্দের ৩০ ডিসেম্বর, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দলটি ২টি আসন লাভ করেছিল।