বাংলাদেশের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন
১২ জুন ১৯৯৬ খ্রিষ্টাব্দ

১৯৯৬ খ্রিষ্টাব্দের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে অধিকাংশ রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল।

উল্লেখ্য, ১৯৮৮ খ্রিষ্টাব্দের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে  প্রধান বিরোধী দল আওয়ামী লীগ কারচুপী হয়েছিল বলে দাবি করেছিল। এই সময় বিরোধী দলগুলো নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারে অধীনে নির্বাচনের দাবি তোলে। ১৯৯৩ খ্রিষ্টাব্দে সর্বপ্রথম বাংলাদেশ জামায়েত-ই-ইসলামী এবং তারপর আওয়ামী লীগ সংসদ সচিবালয়ে পরবর্তী নির্বাচনগুলোকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য তত্ত্বাবধায়ক সরকার বিল পেশ করে। অবশ্য তৎকালীন খালেদা জিয়া নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার এই দাবি মেনে নেয় নি। এই সময় কমনওয়েলথ ও অন্যান্য সংস্থা সরকার ও বিরোধীদলগুলোর সাথে সমঝোতার চেষ্ঠা করে ব্যর্থ হয়। পরবর্তীতে বিভিন্ন সহিংস ঘটনার মধ্যে এবং বিরোধীদলগুলোর প্রবল প্রতিবাদ ও নির্বাচন বর্জনের পরও ১৯৯৬ খ্রিষ্টাব্দের ১৫ ফেব্রুয়ারি  ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯৬ খ্রিষ্টাব্দের ৩০শে মার্চ, সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। সংসদ স্থায়ী ছিল মাত্র ১২ দিন। পরবর্তী নিরপেক্ষ নির্বাচন ১৯৯৬ খ্রিষ্টাব্দের ১২ই জুন অনুষ্ঠিত হয়।

ফলাফল
 
দল

ভোটদান

শতকরা হার প্রাপ্ত আসন

বাংলাদেশ আওয়ামী লীগ

১৫,৮৮২,৭৯২

৩৭.৪ ১৪৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল

১৪,২৫৫,৯৮৬

৩৩.৬ ১১৬

জাতীয় পার্টি

৬,৯৫৪,৯৮১

১৬.৪ ৩২

বাংলাদেশ জামায়েত-ই-ইসলামী

৩,৬৫৩,০.১৩

৮.৬

ইসলামী ঐক্যজোট

৪৬১,৫১৭

১.১

জাতীয় সমাজতান্ত্রিক দল (রব)

৯৭,৯১৬

০.২

অন্যান্য ৭৪টি দল

৬৬২,৪৫১

১.৬

নির্দল

৪৪৯,৬১৮

১.১

অবৈধ/ফাঁকা

৪৬২,৩০২

- -

মোট

৪২,৮৮০,৫৭৬

১০০ ৩০০

সপ্তম জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যদের নাম ও তালিকা