বাংলাদেশের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন
৭ই মে ১৯৮৬ খ্রিষ্টাব্দ

১৯৮৬ খ্রিষ্টাব্দের ৭ই মে বাংলাদেশের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মোট ১,৫২৭ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। জাতীয় পার্টি (এরশাদ) ৩০০টি আসনের মধ্যে ১৫৩টি আসন নিয়ে জয় লাভ করে। এই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী দল হিসেবে আওয়ামী লীগ পেয়েছিল ৭৬টি আসন। উল্লেখ্য, বিএনপি এই নির্বাচনটি বর্জন করেছিল।

এই নির্বাচনে মোট ভোটের সংখ্যা ছিল ৪,৭৮,৭৬,৯৭৯। এর ভিতরে পুরুষ ভোটার ছিল ২,৫২,২৪,৩৮৫, নারী ভোটার ছিল ২,২৬,৫২,৫৯৪। মোট ভোটারের ৬১.১% ভোট সংগৃহীত হয়েছিল। মোট ভোটকেন্দ্র ছিল ২৩,২৭৯।

 ফলাফল
 
দল

ভোটদান

শতকরা হার প্রাপ্ত আসন

জাতীয় পার্টি

১২,০৭৯,২৫৯

৪২.৩ ১৫৩

বাংলাদেশ আওয়ামী লীগ

৭,৪৬২,১৫৭

২৬.২ ৭৬

জামায়েত-ই-ইসলামী বাংলাদেশ

১,৩১৪,০৫৭

৪.৬ ১০

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), রব

৭২৫,৩০৩

২.৫

বাংলাদেশ মুসলিম লীগ

৪১২,৭৬৫

১.৪

জাতীয় আওয়ামী পার্টি

৩৬৯,৮২৪

১.৩

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি

২৫৯,৭২৮

০.৯

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সিরাজ

২৪৮,৭০৫

০.৯

জাতীয় আওয়ামী পার্টি (মুজাফ্‌ফর)

২০২,৫২০

০.৭

বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ

১৯১,১০৭

০.৭

বাংলাদেশের ওয়ার্কস পার্টি

১৫১,৮২৮

০.৫

নির্দল

৪,৬১৯,০২৫

১৬.৩ ৩২

অবৈধ/ফাঁকা

৩৭৭,২০৯

- -

মোট

২৮,৯০৩,৮৫৯

১০০ ৩০০

তৃতীয় জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যদের নাম ও তালিকা