ইসলামী আন্দোলন বাংলাদেশ
সূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন
http://www.ecs.gov.bd/Bangla

নিবন্ধন নম্বর

০৩৪

নিবন্ধন তারিখ

২০/১১/২০০৮

প্রতীক

হাতপাখা

প্রতীক নমুনা

আমির

মুফতা সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)

মহাসচিব

অধ্যক্ষ ইউনুছ আহমাদ

কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা

৫৫/বি, পুরানা পল্টন (৩য় তলা), ঢাকা-১০০০

ফোন

৯৫৬৭১৩০, ৯৫৮৬০৬১

ফ্যাক্স

৯৫৬৭১৩০

ইমেইল

islamicandolanbd@gmail.com

ইসলামী আন্দোলন বাংলাদেশ
বাংলাদেশের একটি ইসলামিক রাজনৈতিক দল।

১৯৮৭ খ্রিষ্টাব্দের ১৩ই মার্চ এই দলটি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু ২০০৮ খ্রিষ্টাব্দে এই দলটি নির্বাচন কমিশনে 'ইসলামী আন্দোলন বাংলাদেশ' নামে নিবন্ধিত হয়েছে। এর নির্বাচনী প্রতীক হাতপাখা।

এই দলটির প্রতিষ্ঠা করেছিলেন চরমোনাইয়ের পীর মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম। ২০০৬ খ্রিষ্টাব্দের তাঁর মৃত্যু হয়। এই সময় পর্যন্ত তিনি এই দলটি পরিচালনা করেছেন।  প্রতিষ্ঠাকালে এই দলটির সমন্বয়ক ছিলেন- ও সমন্বয়কের দায়িত্ব পালন করেন ব্যারিষ্টার কোরবান আলী।

১৯৯১ খ্রিষ্টাব্দের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, ছয়টি ইসলামি দল নিয়ে এই ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছিল। এই দলগুলো ছিল-বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন , নেজামে ইসলামী পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম ও ফরায়েজী আন্দোলন। এই নির্বাচনে দলটি মিনার প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এই নির্বাচনে ঐক্যফ্রন্টের বাংলাদেশ খেলাফত মজলিস একটি মাত্র আসন লাভ করেছিল।

১৯৯৬ খ্রিষ্টাব্দের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে এই ২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বমোট ১১ হাজার ১৫৯টি ভোট পায় দলটি।

২০০১ খ্রিষ্টাব্দের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ১৬৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৭ লাখ ৩৩ হাজার ৯৬৯টি ভোট পায় যা ছিল মোট ভোটের ১.০৫%।