বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র
চট্টগ্রাম [বাংলাদেশ] বিভাগের রাঙ্গামাটি জেলার অন্তর্গত কাউখালি উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে স্থাপিত ভূ-উপগ্রহ কেন্দ্র। দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র।

পাকিস্তান আমলে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে টেলিযোগাযোগ, বেতার ও টেলিভিশন সুবিধার জন্য বেতবুনিয়ায় একটি ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ১৯৭০ খ্রিষ্টাব্দের ৩০শে জানুয়ারি, তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ড এবং প্রধান সামরিক শাসক জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান, বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৪ জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভূ-উপগ্রহটি কেন্দ্রটি উদ্বোধন করেছিলেন।

বাংলাদেশের স্বাধীনতার পর, বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৪ জুন,  এই ভূ-উপগ্রহটি কেন্দ্রটি উদ্বোধন করেন। প্রায় ১২৮ একরের জায়গার ওপর স্থাপিত এই  কেন্দ্রটি,  ঊর্ধকাশে স্থাপিত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগ রক্ষা করার ব্যবস্থা সচল হয়েছিল। পরবর্তী দীর্ঘ সময়ে এর উন্নয়নের আর ব্যবস্থা গ্রহণ করা হয় নি।

২০১৮ খ্রিষ্টাব্দে বাংলাদেশের নিজস্ব ভূ-উপগ্রহ 'বঙ্গবন্ধু কৃত্রিম উপগ্রহ' ঊর্ধ্বাকাশে স্থাপনের পর, বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রকে দ্বিতীয় স্টেশন হিসেবে নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য এর প্রথম স্টেশনটি স্থাপিত হয়েছে
গাজীপুর জেলার জয়দেবপুরের তেলিপাড়ায়।


তথ্যসূত্রঃ