দুমলং পাহাড়
চট্টগ্রাম [বাংলাদেশ] বিভাগের রাঙ্গামাটি জেলার অন্তর্গত বিলাইছড়ি উপজেলায় অবস্থিত পাহাড় বিশেষ।

এই পাহাড় থেকে নেমে আসা দুমলং নদী উত্তর দিকে প্রবাহিত হয়ে রাখাইন নদীর সাথে মিলিত হয়েছে। এই নদীর উৎস হিসেবে এই পাহাড়ের নামকরণ করা হয়েছে 'দুমলং'। এটি রাংত্লাং পর্বতমালার অংশ।

পাহাড়টির ভৌগোলিক অবস্থান ২১°০২'০২.১'' উত্তর অক্ষাংশ ৯২°৩৫'৩৬.৩'' পূর্ব দ্রাঘিমাংশ। এর  উচ্চতা প্রায় ৩,৩১৪ ফুট। এটি বাংলাদেশের তৃতীয় উচ্চতম পাহাড় হলো মদক মুয়াল। দুমলং-এর তিনটি চূড়া রয়েছে। মূল চুড়ার উত্তর ও পশ্চিমে রয়েছে অপেক্ষাকৃত কম উচ্চতার চূড়া।

যদিও এই পাহাড়টি বিলাইছড়ি উপজেলায় অবস্থিত, কিন্তু বিলাইছড়ি থেকে এই পাহাড়ে যেতে বেশি সময় লাগে।  রুমা বাজার থেকে বগা হ্রদ পার হয়ে অল্প সময়ে এই পাহাড়ে যাওয়া যায়।