রাইংখ্যং পুকুর
চট্টগ্রাম [বাংলাদেশ] বিভাগের রাঙ্গামাটি জেলার অন্তর্গত বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের অর্ন্তগত বড়থলি ওয়ার্ডে অবস্থিত একটি প্রাকৃতিক হ্রদ। এই হ্রদটিকে স্থানীয় ভাবে পুকুর বলা হয়।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৫০০ ফুট উপরে এই হ্রদটি অবস্থিত। এর আয়তন  প্রায় ৩০ একর। ধারণা করা হয়, প্রায় ২০০০ বৎসর পূর্বে আগ্নেয় জ্বালামুখে এই হ্রদটি তৈরি হয়েছিল।

এই হ্রদের পানি অত্যন্ত স্বচ্ছ। তাই মেঘ, সূর্যের আলো, চাঁদের আলো ইত্যাদির প্রভাবে হ্রদের জল রঙ পাল্টায়। এই জলের রঙ কখনো কখনো লাল বর্ণ ধারণ করে। সম্ভত জল শৈবাল জাতীয় উদ্ভিদের প্রভাবে বা প্রাকৃতিক রাসায়নিক কোনো উপাদানের আধিক্যে ঘটে থাকতে পারে। যেমনটা লোহিত সাগরে ঘটে। উল্লেখ্য, লোহিত সাগরে পানিতে ট্রিকোডেসামিয়াম ইরিথ্রিয়াম
(Trichodesmium erythraeum) এমন এক ধরনের সাইনোব্যাকটেরিয়া রয়েছে। এদের প্রভাবে সাগরে পানি  রং লালচে-বাদামী রঙ ধারণ করে। এই কারণে একে লোহিত সাগর বলা হয়।

এই হ্রদের ধারে বহুবছর ধরে বসবাস করে আসছে ত্রিপুরা জাতিসত্তার মানুষ। এদের কাছে হ্রদটি অত্যন্ত পবিত্র। এরা তাদের মনোবাসনা পুরনের জন্য এই হ্রদের জলে পূজার অর্ঘ নিবেদন করে থাকে। এই হ্রদের পূর্ব ও পশ্চিম পারে দুটি ত্রিপুরা নৃগোষ্ঠীর গ্রাম আছে। এই গ্রাম দুটিকে পুকুর পাড়া বলা হয়। এখানে একটি সেনাক্যাম্প ও একটি হেলিপ্যাড রয়েছে।

তথ্যসূত্র: