শুভলং জলপ্রপাত
বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় অবস্থিত একটি জলপ্রপাত।

রাঙ্গামাটি সদর থেকে শুভলং জলপ্রপাতের দুরত্ব ২৫ কিলোমিটার। রাঙামাটি সদর থেকে নৌপথে বরকল যাওয়ার পথে যে সরু পথ রয়েছে, তার উভয় পাশের নাম শুভলং। জলপথের উভয় পাশে রয়েছে উঁচু উঁচু পাহাড়। এসকল পাহাড় থেকে প্রায় ৮টি ছোট-বড় ঝর্না রয়েছে। এর ভিতরে শুভলং সবচেয়ে বড় ঝর্না। জলপ্রবাহের প্রাবল্য ও উচ্তার বিচারে একে জলপ্রপাত বলা হয়।

এই জলপ্রপাতে প্রায় ৩০০ ফুট উঁচু থেকে জল ভূমিতে পতিত হয়েছে। এই প্রপাতটির মূল অংশ একটি উচ্চ ভূমিতে সরাসরি পতিত হয়ছে। পরে এই জলরাশি পাহাড়ি সোপান বেয়ে জলের চাদরের মতো পাহাড়ের গা বেয়ে নিচে নেমে এসেছে। পরে এই পতিত জলরাশি কাপ্তাই হ্রদে গিয়ে মিশেছে। তবে বর্ষাকালে এই জলপ্রপাতের পূর্ণরূপ দেখা যায়। শুষ্ক মৌসুমে এই জলপ্রপাত একটি ক্ষীণধারার ঝর্ণায় পরিণত হয়।

শুভলং জলপ্রপাতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কিছু স্থাপনা নির্মাণ করেছে এবং ঝর্ণায় প্রবেশ করতে দর্শনার্থী দের টিকেট কাটতে হয়। এই জলপ্রপাতে যাওয়ার সহজতম উপায় হলো-
রাঙ্গামাটি সদর থেকে নৌযানে যাওয়া।


তথ্যসূত্র:
http://www.rangamati.gov.bd
http://bdtravelnews.com