 কোয়েলিয়া
কোয়েলিয়া
বাংলাদেশের
মহেশখালী 
উপজেলার একটি নদী। এটি মূলত মহেশখালী উপজেলার ভিতর দিয়ে একটি খাল, যা কুতুবদিয়া 
চ্যানেল এবং বঙ্গোপসাগরকে যুক্ত করেছে। এর দৈর্ঘ্য ৫ কিলোমিটার।
এই নদীটি মহেশখালীর মূল ভূখণ্ড থেকে মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নকে 
বিচ্ছিন্ন করে রেখেছে। এই নদীর উপর নির্মিত সংযোগ সেঁতু, মহেশখালীর মূল ভূখণ্ডের 
সাথে মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের স্থল যোগাযোগের একমাত্র পথ।
এই নদীর উত্তরাংশ  
মহেশখালী 
ও  
পেকুয়া
উপজেলাকে পৃথক করেছে। 
চকোরিয়া উপজেলার 
উজানিয়া এবং করিয়া নামক দুটি খাল এই নদীর সাথে যুক্ত।