পেকুয়া
pekua


বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা।
 

ভৌগোলিক অবস্থান ২১°৪৯'১৬'' থেকে থেকে ৯১°৫৮'৪'' পূর্ব।

 

এর মোট আয়তন ১৩৯.৬৮ বর্গকিলোমিটার। এর উত্তরে বাশখালী উপজেলা, দক্ষিণে মাতামুহুরী  নদী, চকরিয়া উপজেলা ও মহেশখালী উপজেলা, পূর্বে চকরিয়া, উপজেলা ও মাতামুহুরী নদী এবং পশ্চিমে কোয়েলিয়া নদী, মহেশখালী উপজেলা, কুতুবদিয়া চ্যানেল ও কুতুবদিয়া উপজেলা।

 

এটি আগে কক্সবাজার মহকুমার অন্তর্গত একটি থানা ছিল। ২০০২ খ্রিষ্টাব্দের ২৭শে এপ্রিল একে উপজেলায় উন্নীত করা হয়।

 

এই উপজেলা ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। শিলখালী, বারবাকিয়া, টৈটং, রাজাখালি, পেকুয়া সদর, মগনামা ও উজানটিয়া। মৌজা সংখ্যা ১১।

এই উপজেলার স্বাক্ষরতার হার ৫০%। এ উপজেলায় ২টি কলেজ, ২টি ফাজিল মাদ্রাসা, ৪টি আলিম মাদ্রাসা, ১০টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি দাখিল মাদ্রাসা, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৪৮টি প্রাথমিক বিদ্যালয়, ২০টি এবতেদায়ী মাদ্রাসা ও ২০টি কিন্ডারগার্টেন রয়েছে।

২০১১ খ্রিষ্টাব্দের হিসাব অনুসারে এর মোট জনসংখ্যা ১,৭১,৫৩৮ জন।

পেকুয়া উপজেলার দক্ষিণ ও পূর্ব সীমান্ত দিয়ে প্রবাহিত হয়েছে
মাতামুহুরী নদী, পশ্চিমে রয়েছে কুতুবদিয়া চ্যানেল এবং দক্ষিণে মহেশখালী উপজেলার সীমান্তবর্তী অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে কোয়েলিয়া নদী। এছাড়া ভোলাখাল নদী এ উপজেলাকে দ্বিখণ্ডিত করেছে। এই উপজেলার দক্ষিণ প্রান্তে প্রবাহিত হচ্ছে করিয়া খাল।


সূত্র :
http://en.wikipedia.org/wiki/
http://www.banglapedia.org/