চকরিয়া
বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা।

ভৌগোলিক অবস্থান:২১°৪৭'২'' উত্তর দ্রাঘিমাংশ ৯২°৪'৭'' পূর্ব অক্ষাংশ। এর উত্তরে লোহাগড়া, বাঁশখালী এবং লামা উপজেলা, পূর্বে লামা এবং নাইক্ষ্যাংছড়ি, দক্ষিণে কক্সবাজার সদর উপজেলা এবং রুমা, পশ্চিমে মহেশখালী এবং কুতুবদিয়া চ্যানেল


আয়তন: ৬৪৩.৪৬ বর্গকিলোমিটার।

প্রশাসন: ১৯৭৩ খ্রিষ্টাব্দে এই চকরিয়া থানা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ খ্রিষ্টাব্দে থানাকে কক্সবাজার জেলার একটি উপজেলায় পরিণত করা হয়। এই উপজেলাটি মোট ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই ইউনিয়নগুলো হলো- বড়ইতলী, ভেওলা মানিকচর, চিরিঙ্গা, ডুলাহাজারা, পূর্ব বড় ভেওলা, ফাসিয়াখালী, হারবাঙ্গ, কাকারা, কাইয়ার বিল, খুটাখালী, লক্ষ্যার চর, সুরজপুর মানিকপুর, পশ্চিম বড় ভেওলা,বদরখালী, শাহারবিল, কোনাখালী, বামু বিলছড়ি ও ধেমসিয়া। এর মৌজা সংখ্যা ৬৪টি এবং গ্রাম ৩৪০টি।

ইতিহাস: চকরিয়ার উল্লেখযোগ্য তেমন প্রাচীন ইতিহাস নেই। পাহাড় এবং গভীর অরণ্যের জন্য এই অঞ্চল মূলত দুর্গম ছিল। এই কারণে এই অঞ্চলে লোকবসতিও তেমন গড়ে উঠেন। ১৫৭৭-১৫৮৬ খ্রিষ্টাব্দে দক্ষিণ চট্টগ্রাম রাকানের করদ রাজ্য ছিল এবং সেখানে আদম শাহ নামে একজন মুসলমান রাকান রাজার সামন্ত ছিলেন, তাঁর কর্মস্থল বা প্রশাসনিক কেন্দ্র ছিল চকরিয়া।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপচার্য ড. আবদুল করিমের মতে- আদম শাহ রামু-চকরিয়ার শাসক হলেও তার প্রশাসনিক কেন্দ্র ছিলো চকরিয়াতেই। ত্রিপুরা রাজা অমর মানিক্য-এর পুত্র রাজদাহার নারায়ণ-এর নেতৃত্বে ত্রিপুরা বাহিনী ১৫৮৫ খ্রিষ্টাব্দে রাকান আক্রমণ করেন। রাজদাহার নারায়ণ চট্টগ্রামের কর্ণফূলী নদী অতিক্রম করে রাকানের ৬টি আস্তানা দখল করেন। এঁদের অভিযান শেষ হয়েছিল রামু পর্যন্ত। এরপর রাজদাহার নারায়ণ রামুর দক্ষিণ পার্শ্বের উরিয়া রাজাকে
(Uria Raja ) আক্রমণ করার পরিকল্পনা গ্রহণ করেন। উরিয়া রাজার আমলে তাঁর রাজ্যের সীমানা কি রকম ছিল এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায় না। অনুমান করা যায় নাফ নদীর উত্তর ভাগ থেকে শুরু করে পশ্চিমে বঙ্গোপসাগর, পূর্বে নাফ নদীরাকানের কিছু অংশ এবং উত্তরে বর্তমান বাঁকখালী নদী পর্যন্ত উরিয়া রাজার উত্তর সীমানা ছিল।


তথ্যসূত্রঃ
১. চট্টগ্রামের ইতিহাস-মাহবুবুল আলম, চট্টগ্রাম, ১৯৫৩।
২. বাঁকখালী (মাসকি সাহিত্য-সংস্কৃতি-ক্রীড়া-গবেষণা বিষয়ক মাসিক পত্রিকা)-মুহম্মদ নূরুল ইসলাম সম্পাদিত, ২০শে কার্ত্তিক ১৩৯০ বাংলা, ১২নং সংখ্যা।
৩.
http://www.banglapedia.org
৪. http://en.wikipedia.org/wiki/