মাতামুহুরী
Matamuhuri


রাকান রাজ্য এবং চট্টগ্রামের  মধ্যবর্তী পাহাড় থেকে এই নদীটি উৎপন্ন হয়েছে। এর উৎপত্তিস্থল ২১°১৪´ উত্তর অক্ষাংশ এবং ৯২°৩৬´ পূর্ব দ্রাঘিমাংশ। মগ ভাষায় এই নদীর নাম মামুরি। এই নদীটি চট্টগ্রামের উত্তর-পশ্চিম দিক বান্দরবান জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে, কক্সবাজার জেলায় প্রবেশ করেছে। পরে এই জেলার চকরিয়া উপজলার উপর দিয়ে মহেশখালী প্রণালীতে (বঙ্গোপসাগর-এর অংশ) পতিত হয়েছে। পতিতস্থান ২১°৪৫´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫৭´ পূর্ব দ্রাঘিমাংশ।


এই নদীটির মোট দৈর্ঘ্য প্রায় ২৮৭ কিলোমিটার। নদীটির গড় প্রস্থ ১০০ মিটার এবং গভীরতা ১০ মিটার। নদীটির সমুদ্র সংলগ্ন অঞ্চলে জোয়ার-ভাটার দ্বারা প্রভাবিত।
এই নদীটি ভোলাখাল ও খুটাখালি পর্যন্ত একটি বদ্বীপ সৃষ্টি করেছে।


তথ্য সূত্রঃ
http://www.banglapedia.org/